Today Is- Monday-23 Dec 2024

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী- আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৪৯তম বার্ষিক কনভেনশন গত ১৭ মার্চ রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।এগ হারবার শহরে অবস্হিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখেন। কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের কর্মকর্তাদের কনভেনশনে উপস্হিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।
আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত ডেমোক্র্যাটিক দলের নেতা কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রায় প্রশংসনীয় অবদান রাখায় বিভিন্ন নেতৃবৃন্দকে পুরস্কৃত করেন।
কনভেনশনে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে ইউ এস সিনেটর পদে ডেমোক্র্যাটিক দলীয় পদপ্রার্থী টামি মারফি,এন্ডি কিম ও দ্বিতীয় কংগ্রেসনাল জেলা থেকে কংগ্রেসম্যান পদে দলীয় পদপ্রার্থী টিম আলেকজানডার, জো সালেরনো সহ অন্যান্য প্রার্থীরা বক্তব্য রাখেন।
কনভেনশনে দক্ষিন এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিক, সুব্রত চৌধুরী, সৈয়দ মো: কাউসার, আনজুম জিয়া, ইশরাত জাহান, জেফ ডরসি প্রমুখ উপস্হিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ মিসেস লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের চেয়ারওম্যান কনস্ট্যাণ্ট মেন্ডি ডেইস চ্যাপম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

CATEGORIES
Share This