Today Is- Wednesday-21 May 2025

আমেরিকায় একমাত্র নিউজার্সিতেই গাড়িতে গ্যাস (প্যাট্রল) পাম্প নিজে করা যায় না

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : নিউজার্সি এখনও যুক্তরাষ্ট্রের একমাত্র রাজ্য যেখানে গাড়ি চালককে নিজে গ্যাস (প্যাট্রল) পাম্প করতে হয় না। নিউজার্সি এখনও আমেরিকার একমাত্র রাজ্য যেখানে গাড়িতে নিজে প্যাট্রল পাম্প করা বেআইনি। সর্বশেষ গত ৪ আগস্ট শুক্রবার ওরাগন রাজ্য গভর্নর নতুন আইনে সাক্ষর করেছেন। এ আইনে ওরাগনে কেউ ইচ্ছে করলে পাম্প অ্যাটেন্ডেন্টের সাহায্য নিতে পারবে। যদিও নিজে গ্যাস পাম্প করাকে এখন আর সে রাজ্যটিতে আইন বহির্ভুত বলে গণ্য করা হবে না।
১৯৪৯ সালে দাহ্য পদার্থ নিরাপত্তা আইনের নিউজার্সিতে প্যাট্রল পাম্পে অ্যাটেন্ডেন্ট বাধ্যতামূলক করা হয়। এরপর থেকে নিউজার্সির লোকজন গাড়ি নিয়ে গ্যাস স্টেশনে পাম্পের সামনে থামলেই হয়। একজন আটেন্ডেন্ট গ্যাস ভর্তি করে দেয়ার জন্য সদা প্রস্তুত। নিউজার্সির লোকজন এখন বিষয়টাকে নিজেদের আভিজাত্য হিসেবেই মনে করেন।
বাইরের দেশ থেকে আমেরিকায় আসলে গাড়ি চালকদের প্রথমেই যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তা হচ্ছে গাড়িতে নিজেই প্যাট্রল পাম্প করা। অনেকেই অনভ্যস্ত এ কাজটির শুরুর দিকে বেশ বিরক্ত হতে দেখা যায়। কিছুদিনের মধ্যেই আমেরিকার জীবন ধারার এ অংশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেন সবাই। বাইরের রাজ্য থেকে অনেকেই নিউজার্সিতে এসে থমকে দাঁড়াতে হয়। এ রাজ্যে বিষয়টি কোন ঐচ্ছিক ব্যাপার নয়। আইন করে নিষিদ্ধ করা আছে। ফলে নিউজার্সির গাড়ি চালক আয়েশে চালকের আসনে বসেই গাড়িতে গ্যাস (প্যাট্রল) ভরে নিতে পারেন। নিউজার্সিতেও আইনটি বাতিল করার জন্য কেউ কেউ দাবী জানালেও আয়েশের এ বিধিটি পরিবর্তনের জন্য তেমন জোরালো জনমত নেই।

CATEGORIES
Share This