কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি ইলিয়াস ও সাধারণ সম্পাদক সুয়েব

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী কুলাউড়াবাসীর সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র নবনির্বাচিত কমিমিটি নভাপতি হয়েছেন সৈয়দ ইলিয়াস খসরু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মঈনুর রহমান সুয়েব। সভাপতি, সাধারণ সম্পাদকসহ এ প্যানেলের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ৫ এপ্রিল নির্বাচন কমিশন এদের বিজয়ী ঘোষণা করেন।নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত কার্যকরি কমিটির বর্ণাঢ্য অভিষেক ও শপথ অনুষ্ঠান আগামী ৫ মে অনুষ্ঠিত হবে। অভিষেক ও সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে ৬ এপ্রিল নিউইয়র্কের এস্টোরিয়ায় ৩৬ অ্যাভিনিউয়ের একটি রেস্টুরেন্টের পার্টি হলে নবনির্বাচিত ও বর্তমান কার্যনির্বাহী কমিটির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বর্তমান সভাপতি শাহ্ আলাউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সহ-সভাপতি লুৎফুর রহমান ওয়াসিম, সাধারণ সম্পাদক মঈনুর রহমান সুয়েব, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন লিটন ও হারুনুর রশীদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম মিন্টু, কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক রাহাত বিন ওয়াহিদ চৌধুরী, প্রচার সম্পাদক শামীম আহমদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আজিজুল হক স্বপন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মিতা চক্রবর্তী, মহিলাবিষয়ক সম্পাদিকা সালমা চৌধুরী মিলি, কার্যনির্বাহী সদস্য অলিউর রহমান, সালিক আহমদ, মো. মতিউর রহমান খান, তাহমিদুর চৌধুরী তৌসিফ ও ফারুক মিয়া।
সভায় সবার সম্মতিতে নবনির্বাচিত কমিটির শপথ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৫ মে উডসাইডের কুইন্স প্যালেস পার্টি হলে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন আগামী ১৩ জুলাই ব্রঙ্কসের ফেরি পয়েন্ট পার্কে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এসব অনুষ্ঠান আয়োজনসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়।