Today Is- Wednesday-30 Oct 2024

টেক্সাসের হিউস্টনে অ্যাসালের একুশতম চ্যাপ্টার গঠিত

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার – অ্যাসাল হিউস্টন চ্যাপ্টারের ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। টেক্সাসে হিউস্টনের মেজবান রেস্টুরেন্টে গত ২৫ মে শনিবার সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে হিউস্টন চ্যাপ্টারের নতুন কমিটি গঠন শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অ্যাসাল’র প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মূলধারার লেবার ইউনিয়ন লীডার মাফ মিসবাহ উদ্দীন হিউস্টন চ্যাপ্টারের নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। হিউস্টন চ্যাপ্টার হচ্ছে অ্যাসাল’র ২১তম চ্যাপ্টার। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীন। ভার্সুয়ালী বক্তব্য রাখেন অ্যাসাল’র ন্যাশনাল কমিটির সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী।
মূলধারার প্রখ্যাত লেবার লিডার মাফ মিসবাহ উদ্দীন অ্যাসাল প্রতিষ্ঠার প্রেক্ষাপট, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশীয় কমিউনিটিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে মূলধারার সংগঠন অ্যাসাল’। দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠাসহ মূলধারার রাজনীতিতে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য জোরালো ভূমিকা রাখছে। যাতে আমেরিকার প্রতিটি স্টেটে দক্ষিণ এশীয় কমিউনিটি তাদের অভিষ্ট লক্ষে পোঁছাতে সক্ষম হয়। তিনি বলেন, আমি জানি আপনাদের সবারই বলার মত গল্প আছে কিন্তু আজ আমার সুযোগ হল আপনাদেরকে অ্যাসাল’র গল্প বলার। এ গল্প শুরু হয়েছিল আমার মত কিছু সাধারণ মানুষের সাথে, সংগঠিত, এবং আমাদের কমিউনিটির জন্য এবং এর বাইরেও অসাধারণ কিছু কাজের মাধ্যমে। মাফ মিসবাহ উদ্দীন বলেন, আমি হিউস্টন এবং আপনাদেরকে ভালবাসি। আপনাদের উপস্থিতি উৎসাহজনক। যারা আজ এখানে হিউস্টন চ্যাপ্টার করেছেন, এটি ইতিহাস হয়ে থাকবে।
সেক্রেটারী মোহাম্মদ করিম চৌধুরী বলেন, “আমরা অ্যাসাল পরিবারে হিউস্টন চ্যাপ্টারকে স্বাগত জানাই। অ্যাসাল হল আমাদের কমিউনিটি এবং মূলধারার রাজনীতির মধ্যে সেতুবন্ধন।
ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. আমিনুল ইসলাম ধন্যবাদ জানিয়ে সবাইকে অ্যাসাল -এ যোগ দিতে এবং এই মহান সংগঠনের অংশ হতে বলেন। তিনি বলেন, অ্যাসাল যে কাজটি করে তা আমাদের কমিউনিটির জন্য এবং আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা হিউস্টনে এসে অ্যাসাল প্রতিষ্ঠা করার জন্য মাফ মিসবাহ উদ্দিনকে ধন্যবাদ জানাই। ডা. আমিনুল ইসলাম বলেন, আমরা এখানে অ্যাসালকে সফল করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের কমিউনিটিকে মূলধারার রাজনীতিতে আরও বেশি সম্পৃক্ত করার বিষয়টি নিশ্চিত করব।
নবনির্বাচিত সেক্রেটারি ডা. আবদুলাহ আল মাহমুদ, যিনি একটি পূর্বনির্ধারিত সম্মেলনের জন্য ফ্লোরিডায় ছিলেন। তিনি ভার্সুয়ালী যুক্ত হয়ে বলেন, “আমরা খুব খুশি যে অবশেষে অ্যাসাল হিউস্টনে এসেছে। আমাদের ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীনের সাথে কথা বলে আমি যা জেনেছি, আমি মনে করি এটি হিউস্টনে সবচেয়ে বেশি প্রয়োজন। অ্যাসাল -এর মাধ্যমে আমরা আমাদের কমিউনিটি এবং আগামী প্রজন্মের জন্য আরও কিছু করতে পারবো। করেসপন্ডিং সেক্রেটারী ইঞ্জি. এমরান গাজী, পিই বলেছেন, আমি অ্যাসাল কী তা জানতাম না, তবে এখানে এসে প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দীনের কথা শুনে আমার সন্দেহ নেই যে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেক্সাসে এর প্রয়োজন অপরিসীম এবং আমাদের সকলকে অবশ্যই এর অংশ হতে হবে। আমি গত ৩০ বছরের পথচলা থেকে মনে করি আমরা অ্যাসাল এর সাথে থেকে আরও অনেক কিছু করতে পারি।
নব নির্বাচিত প্রেসিডেন্ট কাজী জাহিদুল ইসলাম সভায় যোগদান এবং অ্যাসাল হিউস্টন চ্যাপ্টার কমিটির অংশ হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এরপর তিনি ডা. আমিনুল ইসলাম পরিবারের স্পন্সর করা বাফেট ডিনারে সবাইকে আমন্ত্রণ জানান।

CATEGORIES
Share This