Today Is- Monday-23 Dec 2024

ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ৩৮ তম ফোবানা সম্মেলন (মেরিল্যান্ড ) এর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত :

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : আমেরিকার মেরিল্যান্ড এ অনুষ্ঠিতব্য ৩৮ তম ফোবানা সম্মেলন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব এর জহুর হোসেন চৌধুরী হলে সম্পাদক ও সাংবাদিকদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ৩৮ তম ফোবানা কনভেনর জাহাঙ্গীর কবীর বাবলু, স্টিয়ারিং কমিটির ট্রেজারার ও ২০১৯ সম্মেলন এর মেম্বার সেক্রেটারি ফিরোজ আহমেদ, জাতীয় সংগীত শিল্পী খুরশিদ আলম, অন্তর শোবিজ এর স্বপন চৌধুরী, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফ্ফার, মডেল আনিকা কবির শখ, কৌতুক অভিনেতা আবু হেনা রনি প্রমুখ।
সভায় কনভেনর জাহাঙ্গীর বাবলু ৩৮ তম ফোবানার নানান দিক তুলে ধরে বক্তব্য রাখেন। স্টিয়ারিং কমিটির ট্রেজারার ফিরোজ আহমেদ ফোবানার কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে ফোবানার কর্মকান্ড বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার অনুরোধ জানান।
সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন জাহাঙ্গীর বাবলু ও ফিরোজ আহমেদ।

CATEGORIES
Share This