নিউইয়র্কসহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনূভুত
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কসহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনূভুত হ য়েছে। শুক্রবার সকাল ১০.২০ মিনিটের এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৪.৮। নিউজার্সির কাছে ছিলো এর উৎপত্তিস্থল। ভূমিকম্পে হতাহত বা কাঠামোগত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সরকারী সংস্থা ইউএসজিএস বলছে, সকাল ১০.২০ নিউইয়র্ক থেকে প্রায় ৪০ মাইল দূরের নিউজার্সির ওয়াইটহাউজ স্টেশনের কাছে ভূমিকম্পের উৎপত্তি । কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পের প্রভাব পড়ে নিউইয়র্ক ছাড়াও ফিলেডেলফিয়া নিউজার্সি, এবং ওয়াশিংটন ডিসির আশেপাশের এলাকা।
নিউইয়র্কের বাসিন্দারা জানিয়েছেন, আতংকে অনেকেই বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন ।
নিউইয়র্ক সিটিতে ভূমিকম্প হওয়া খুবই বিরল একটি ঘটনা। এর আগে ১৮৮৪ সালে নিউইয়র্ক সিটিতে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিলো।
ভূম্পিকম্পের পর পরই এলার্টজারী করা হয়। এতে বাসিন্দাদের হতাহতের কিম্বা অবকাঠামোগত কোনো ক্ষতি হলে জরুরি প্রয়োজনে ৯১১ কল দিতে অনুরোধ করা হয়।
নিউইয়র্কের মেয়র এরিক এডামস এবং গভর্নর ক্যাথি হকল সাংবাদিকদের জানিয়েছেন ভূমিকম্পের পরই তাদের টিম চারদিকে খোঁজ নিচ্ছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর আসেনি।এনওয়াইপিডি ট্রানজিট প্রধান জানান এ পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পরিবহন ক্ষেত্রে। ট্রানজিট, ট্র্যাফিক বা ইউটিলিটি পরিষেবাগুলিতেও কোন প্রভাব পড়েনি।