নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশিদের কোলাহলের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে এ্যাংকর ট্রাভেলসের ৩য় শাখার কার্যক্রম শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দোয়া ও মোনাজাতের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটির অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় যাত্রা শুরু হয়। ডাইভারসিটি প্লাজা সংলগ্ন সাবওয়ে আসা-যাওয়ার পথেই ৭৩-০৫, ৩৭ রোড, লোওয়ার লেভেল (স্টোর # ৩) এ প্রতিষ্ঠানটির অবস্থান।
এ্যাংকর ট্রাভেলস এর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এএসএম মাঈন উদ্দিন পিন্টু প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করে জানান, পেশাদারিত্বের সাথে দেশ বিদেশে ভ্রমণে এয়ার টিকেট সহ একই প্রতিষ্ঠান থেকে মানি ট্রান্সফার এবং হোম মর্টগেজ করা যাবে। সানমান গ্লোবালের মাধ্যমে এ্যাংকর ট্রাভেলসে বসেই দেশে অর্থ প্রেরণ করা যাবে। এছাড়া বাড়ি কেনার জন্য মর্টগেজ ওয়ার্ল্ড ব্যাঙ্কার্সের মাধ্যমে গৃহঋণ
গ্রহণের সেবাও পাওয়া যাবে। সেবা গ্রহণের জন্য এ্যাংকর ট্রাভেলসে সরাসরি যোগাযোগ করা এবং এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ৬৩১-৭৭৪- ০৪০৯, ৯২৯-২৯৬-০০০৬ এবং ৫১৬-৮৫০-১৩১১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।