নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা কন্ঠশিল্পী সবিতা দাসের অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কন্ঠশিল্পী সবিতা রানী সুতার (সবিতা দাস)কে মানব-সেবায় অনারারি ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ‘ইউনাইটেড গ্র্যাজুয়েট কলেজ অ্যান্ড সেমিনারি ইন্টারন্যাশনাল’। ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে ৭৯তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চ্যান্সেলর অধ্যাপক মাইকেল পি পিটজেল ‘মানবতার দর্শনে অনরারি ডক্টরেট ডিগ্রি’র সনদ সবিতা দাসকে হস্তান্তর করেন। এ সময় সেখানে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক প্রশাসনের চীফ ড. রবিন এ লকোকো। নিউইয়র্কের বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কন্ঠশিল্পী সবিতা দাস।
যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মীয় উচ্চ শিক্ষার অনন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানের অনারারি ডক্টরেট ডিগ্রি লাভের অনুভূতি প্রকাশকালে সমাজ সেবক কন্ঠশিল্পী সবিতা দাস বলেন, সততা ও নিষ্ঠার সাথে সমাজকর্মের এমন সম্মান পাওয়ায় সামনের দিনগুলোতে আমার দায়িত্ব আরো বেড়ে গেল। জাতিসংঘ ফোরাম থেকে এই সম্মান প্রাপ্তির ক্ষেত্র তৈরীর জন্যে কম্যুনিটি প্রিয়জনদের সহযোগিতার কথা কখনো ভুলবো না। তারাই আমাকে দীর্ঘদিন যাবত সমাজসেবায় উৎসাহিত ও অনুপ্রাণীত করেছেন। আশা করছি ভবিষ্যতেও তাদের সহযোগিতা ধারা অব্যাহত থাকবে।