Today Is- Monday-23 Dec 2024

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার ইসলামিক সেন্টার উদ্বোধন; ফুল টাইম হিফজুল কুরআন (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার ইসলামিক সেন্টার (হিফজুল কোরআন) এর উদ্বোধন হয়েছে গত ১ সেপ্টেম্বর। মাদ্রাসাটির উদ্বোধন উপলক্ষে ব্রঙ্কসের ১৩৫১ ওডেল স্ট্রিটে বাংলাবাজার জামে মসজিদ ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাবাজার জামে মসজিদ কমিটির তত্বাবধানে পরিচালিত নতুন এ মাদ্রাসার ক্লাস শুরু হয়েছে গত ৩ সেপ্টেম্বর থেকে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং বাংলাবাজার ইসলামিক সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ বদরুল আলম ও শিক্ষক মাওলানা জোবায়ের আহমেদ রাজুর যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়দ সাজিদুল হক।
বিশেষ অতিথি ছিলেন হাফিজ মাওলানা আবু আব্দুল্লাহ মো. আইনুল হুদা, মাওলানা মাসহুদ ইকবাল, বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া, বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজির উদ্দিন, মাওলানা সাব্বির আহমদ, হাফিজ কাওছার আহমদ, ক্বারী হুজাইকা আহমেদ চৌধুরী, মসজিদের উপদেষ্টা আব্দুর রব দলা মিয় ও ইফতেখার সিরাজ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি মো. এহসান রসুল নাসির, মোহাম্মদ এ হাসান ও মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক লালন আহমেদ, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য ওয়ালিউর রহমান প্রমুখ।
কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সাধারণ সম্পাদক লালন আহমেদ জানান, হাফিজে কুরআন ও উলামাদের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাবাজার ইসলামিক সেন্টারে ফুল টাইম হিফজুল কুরআন, মাদ্রাসা এবং হোম স্কুলিং কোর্স রয়েছে।
গত ৩ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। মাদ্রাসায় ভর্তি চলছে। ভর্তির বিষয়ে যোগাযোগের (ফোন : ৭১৮-২০৭-৯০৪২ ও ৩৪৭-৬৯৮-৭১৭২।) অনুরোধ জানান হয়েছে।

CATEGORIES
Share This