Today Is- Thursday-14 Nov 2024

নিউইয়র্কে আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমানকে উত্তরবঙ্গবাসীর বর্ণঢ্য সংবর্ধনা (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আশা হোম কেয়ার ও আশা সোস্যাল ডে কেয়ারের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও আকাশ রহমানকে “কমিউনিটি সম্মাননা” প্রদান করা হয় ১৭ নভেম্বর। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র প্রবাসী উত্তরবঙ্গবাসী এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে। চমৎকার সার্ভিস আর পেশাদারিত্বের ক্ষেত্রে  দক্ষতার জন্য ২০২২ সালের অপারেশনাল এক্সেলেন্ট এওয়ার্ড পায় নিউইয়র্কের জনপ্রিয় প্রতিষ্ঠান আশা হোম কেয়ার। এম্পেয়ার ব্লু ক্রস এন্ড ব্লু শিল্ড কর্তৃক মর্যাদাবান এই এওয়ার্ড প্রদান করা হয়। সেই প্রেক্ষিতে এই সম্মাননা আয়োজন করে উত্তরবঙ্গবাসী।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম। সভাপতিত্ব করেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এটিএম কামাল পাশা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত বাজানো হয়। আয়োজকরা ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন আকাশ রহমানকে। দেন ক্রেস্ট উপহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের দুই চৌকষ কর্মকর্তা জামিল সারওয়ার ও এরশাদ সিদ্দিকী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, মোহাম্মদ কবির, সাংবাদিক মনোয়ারুল ইসলাম, মোহাম্মদ সাইদ, সাহাব উদ্দিন সাগর, ফরিদ আলম, রিয়েলটর সারওয়ার খান বাবু, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশরাফ, কমিউনিটি লিডার এউচ এম মতিন, নুরুল ইসলাম বর্ষন, মনিরুল ইসলাম মনির, মাকসুদুল এইচ চৌধুরী প্রমুখ।
আকাশ রহমানের ব্যক্তি জীবন ও কর্মজীবন নিয়ে অল্প কথায় দারুনভাবে প্রশংসা ঝড়ে পড়লো তাঁর সহধর্মীনি ও আশা হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট এশা রহমানের কন্ঠে। যুক্তরাষ্ট্রে এসে নিজের কঠোর এবং লড়াকু জীবনের গল্প শোনান আমন্ত্রিত অতিথিদের।
অনুষ্ঠানে বক্তারা আকাশ রহমানের বর্নাঢ্য ক্যারিয়ার নিয়ে আলোচনা করেন। তাঁদের উচ্ছ্বাস ছিলো আকাশ রহমানকে নিয়ে।
বক্তারা বলেন, সমাজ পরিবর্তনের জন্য কেউ পথ দেখায় আলোকবর্তিকা হয়ে। সেই আলোর ধারায় আলোকিত হয় সমাজের অনেকেই। যুক্তরাষ্ট্রের মত জায়গায় সেই আলোকবর্তিকার মত নিরলসভাবে কাজ করছেন আকাশ রহমান। নানা আঙ্গিকে কমিউনিটির মানুষের পাশে থেকে প্রশংসা কুড়িয়েছেন। মানবিক কাজের পাশাপাশি কর্মদক্ষতায়ও সাফল্য পেয়েছেন। সামনের দিনগুলোতে আকাশ রহমান আরো সাফল্য দিয়ে কমিউনিটির মুখ উজ্জল করবেন বলে প্রত্যাশা আমন্ত্রিত অতিথিদের।
সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, কঠোর পরিশ্রমে সাফল্য ধরা দেবেই। তাইতো সবার উচিৎ সৎভাবে থেকে নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সাফল্য তুলে নেয়া।

CATEGORIES
Share This