নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী কনভেনশন : রাসূল (সা.) পবিত্র ও নির্মল জীবনের নমুনা (ভিডিও সহ)
নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রীয় কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) কনভেনশন ২০২৩ গত ২২ সেপ্টেবর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। জ্যামাইকার আল আকসা পার্টি হলে যথাযথ ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে এদিন মাগরিব থেকে রাত ১১ টা পর্যন্ত এ কনভেনশন অনুষ্ঠিত হয়। পর্দা সহকারে মহিলা সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশগ্রহণ করেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
কনভেনশনে কীনোট স্পীকার ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী।
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং কেএম হাসনাতের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফুলতলী ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা সাইয়্যেদ সাজিদুল হক, মসজিদ আল নুরের ডাইরেক্টর প্রফেসর ড. আল্লামা ক্বারী গোলাম রাসুল।
আমস্ত্রিত অতিথিদের মধ্যে আরও ছিলেন ড. মোহাম্মদ শরীফ মহিউদ্দিন এমডি, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র প্রেসিডিয়াম মেম্বার মাওলানা শাহান শাহ এহিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেইন, মাওলানা আতাউর রহমান ও যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ মুইনুল হক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ ব্রুকলীন শাখার সভাপতি মাওলানা শফিউল আলম কুরাইশি আল কাদরী, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের ইমাম হাফিজ মোসাদ্দিক আহমেদ। না’ত শরিফ পরিবেশন করেন খায়রুল বশার, ওমর ফারুক, এসকান্দর মিয়া, ওসমান গনি তালুকদার ও তালহা।
অন্যদের মধ্যে সংগঠনের আলহাজ্ব মুনির আহমেদ, সৈয়দ রাহুল ইসলাম, মো. মাহবুব হোসেন, শাহ জাকারিয়া, আলহাজ মো. আসলাম হাবীব, আরিফ চৌধুরী, মুরাদুল আলম চৌধুরী, সৈয়দ গোলাম কিবরিয়া, হাজী আব্দুল মোসাব্বির, ইঞ্জিনিয়ার শাকির রহমান, জে মোল্লা সানী, সৈয়দ ইসহাক আলী, মো. আলী রাজা, মো. শাহ আলম, শাহআলম, ওসমান গনি তালুকদার, আলহাজ মো. জাফর আহমেদ, আলহাজ কবির আহমেদ, আলহাজ আবুল হোসেন, আব্দুল হামিদ, আলহাজ মো. জাকারিয়া, শাহ আহমেদ, আবু তাহের, আলী নূর, মুরাদ হোসেন, মোহাম্মদ ইয়াহিয়া, নবী হোসেন সহ বিভিন্ন স্টেট থেকে বিপুল সংখ্যক নবী প্রেমী আশেকানরা যোগ দেন।
কীনোট স্পীকারের বক্তব্যে শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)’র গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্যে রহমত হিসেবে প্রেরণ করেন। তিনি হচ্ছেন শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ‘রাহমাতুল্লিল আলামিন’। জীবনের প্রতিটি ক্ষেত্রে পরম বন্ধুরূপে অন্যায় ও অসাম্যকে তিরোহিত করে সাম্য ও ন্যায়নীতি প্রতিষ্ঠাই ছিল তাঁর মহান ব্রত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ধর্মকে মানব জাতির কল্যাণে প্রয়োগ করতে শিখিয়েছেন। রাসূলে কারীম (দ:) ইবাদত-বন্দেগি, আকীদা-বিশ্বাস, আচার-ব্যবহার, আদব-আখলাক, স্বভাব-চরিত্র সকল বিষয়ে আদর্শ। আর তা ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। তাঁর আদর্শের অনুসরণে নিজের কর্ম ও জীবনকে গড়ে তোলা আল্লাহর আদেশ।
তিনি বলেন, মহাবীর আদর্শ ও ইসলামের সুশীতল ছায়া মানব জাতির আশ্রয়স্থল। আল্লাহর রাসূল (দ:) হচ্ছেন পবিত্র ও নির্মল জীবনের নমুনা। তাঁকে অনুসরণ করলে জীবন পবিত্র ও নির্মল হয়ে উঠবে।
অন্যান্য বক্তারা বলেন, পৃথিবীতে হযরত মোহাম্মদ (দ:) এর আবির্ভাব উপলক্ষেই ধর্মপ্রাণ মুসলমানগণ যথাযোগ্য মর্যাদায় প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন করে থাকেন। জীবনের সকল ক্ষেত্রে মহানবীর আদর্শ বাস্তবায়নই মুক্তির পথ, প্রিয় নবী মুহাম্মাদ (সা.)কে আন্তরিক ভালোবাসাই হলো ঈমান পরিপূর্ণ হওয়ার অন্যতম শর্ত।
সভাপতির বক্তব্যে আল্লামা জুবায়ের আহমদ বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ‘রাহমাতুল্লিল আলামিন’। রাসূলে কারীম (দ:) জীবনের সকল ক্ষেত্রে আমাদের আদর্শ। মহানবী হযরত মুহাম্মদ (দ:) এর আদর্শ মেনে চলার মধ্যে রয়েছে ইহকাল ও পরকালে শান্তি এবং মুক্তি।
বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) কনভেনশন। দেশ, জাতির কল্যাণ কামনা সহ বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। পরে তবারুক বিতরণ করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ এবং মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন কনভেনশনে যোগদানের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।