Today Is- Sunday-17 Nov 2024

নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র উদ্যোগে “জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল” অনুষ্ঠিত

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান আল্লাহর রাসূল, সর্বশেষ নবী, নূরনবী, প্রথম ও শ্রেষ্ঠ সৃষ্টির এই দুনিয়ায় শুভাগমনের মহাপবিত্র উপলক্ষ নিউইয়র্কে ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহূ আলাইহে ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে নিউইয়র্কে “জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল” অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটস্থ নবান্ন রেস্টুরেন্ট হলে গত ১৪ই অক্টোবর শনিবার এ মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ এশা হতে মধ্য রাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াত, সালাতু সালাম ও না’ত শরীফ পাঠের মাধ্যমে শুরু হয়। এ জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সভাপতি হাফেজ মাওলানা আবদুর রহীম মাহমুদ।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে তকরীর করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড: সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী ও আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর মহাসচিব মাওলানা আনোয়ারুল হক কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর সহ-সভাপতি মুহাম্মদ নাদের, উপদেষ্টা মুহাম্মদ কাওসার চিশতী, মুহাম্মদ খোকন আশরাফী, মীর মশিউর রহমান, সহ-সাধারণ সম্পাদকদ্বয় মাওলানা মুহাম্মদ নুরুন্নবী ফারুকী ও মুহাম্মদ ওমর ফারুক প্রমূখ।
মাহফিলে বিশিষ্ট আলেমবৃন্দ কোরআন সুন্নাহর আলোকে মহান নূরনবীর পবিত্র শুভাগমনের গুরুত্ব ও তাৎপর্য্য ব্যাখ্যা করে এ উপলক্ষকে “ঈদ” হিসেবে পালনের জন্য সকল মুসলিমদেরকে আহ্বান জানান।
আলেমগণ বলেন, মহান আল্লাহ তা’য়ালা কোরআন শরীফে তাঁর রহমত প্রকাশের উপলক্ষকে খুশীর বিষয় হিসেবে উল্লেখ করে খুশী উদযাপনের নির্দেশ দিয়েছেন এবং মহান আল্লাহ তা’য়ালা মহান নূরনবীর পবিত্র শুভাগমনকে উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ খুশীর উপলক্ষ হিসেবে উল্লেখ করেন। সৃষ্টির ইতিহাসে সবচেয়ে বড় উপলক্ষ সর্বশ্রেষ্ঠ নবীর পবিত্র শুভাগমন ঈদে মিলাদুন্নবী (সাঃ) তথা ঈদে মাজিউন্নবী (সা.)। মহান প্রিয়নবীর পবিত্র শুভাগমনের সংবাদ আলোচিত এবং উদযাপিত হয়ে আসছে সর্বকালে। সকল নবীগণ তাঁদের বিশিষ্ট উম্মতদের মহান প্রিয়নবীর পবিত্র শুভাগমনের সংবাদ দিয়েছেন এবং অনেক নবীগণ তাঁর শুভাগমনের ঘোষণা দিয়েছেন যা কোরআন শরিফের অসংখ্য আয়াতে বর্ণিত রয়েছে। তাই যারা মহান প্রিয়নবীর পবিত্র শুভাগমনকে ঈদ বা খুশী মনে করে না, তারা নিজেরা বিভ্রান্ত ও মূর্খ। আর যারা এই উপলক্ষ পালনকে বিদআত মনে করে ও তা প্রচার করে তারা পথভ্রষ্ট, নবীদ্রোহী ও উগ্রবাদী বাতেল ফেরকা খারেজী ওহাবীবাদের অনুসারী।
মাহফিলে আলেমগন বলেন, পবিত্র আহলে বায়াত ও সাহাবায়ে কেরাম মহান প্রিয়নবীর পবিত্র শুভাগমন ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন। যাঁরা মহান নূরনবীর শুভাগমন ঈদ বা খুশী হিসেবে উদযাপন করে তারা মূলত নূরনবীকে পেয়ে খুশী, নূরনবীর উম্মত হওয়ার জন্য খুশী এবং প্রিয়নবীকে প্রাণের চেয়ে ভালোবাসার কারণে খুশী। এই পৃথিবীতে মহান প্রিয়নবীর পবিত্র শুভাগমনের খুশী বা আনন্দের উপলক্ষ সকল ঈমানদারগণ সর্বযুগে পারিবারিক সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে উদযাপন করেছেন। বিশেষ করে ইসলামী সন গণনার জন্য অন্যতম নির্নায়ক হিসেবে মহান প্রিয়নবীর পবিত্র শুভাগমনকে অসংখ্য সাহাবাগণ প্রস্তাব করেন, যদিও নূরনবীর প্রেমের আরেকটি উপলক্ষ পবিত্র হিজরতুন্নবী সাল গণনার জন্য প্রাধান্য পায়। হিজরতের স্মরণ ও নবীপ্রেমে নবীর শুভাগমনের ঈদ বা খুশী একাকার ও হিজরত নূরনবীর পবিত্র শুভাগমন ঈদে মিলাদুন্নবীর আনন্দের অংশমাত্র। অতএব ইসলামের ইতিহাসের সর্বকালে সকল দেশে স্বতঃস্ফূর্তভাবে ঈদে মিলাদুন্নবীর আনন্দ উদযাপিত হয়ে আসছে এবং অনন্তকাল তা হতে থাকবে। মাহফিলে বক্তাগন বলেন যে, মহান প্রিয় নবীর শুভাগমন ঈদে মিলাদুন্নবী (সাঃ)ই ইসলামী স্বাধীনতা দিবস ও মানবতার মুক্তি দিবস। এই দিবসটি কুরআন ও হাদীস শরীফে বিভিন্ন নামে এসেছে। তন্মধ্যে মাজিউন্নবী, নুজুলুন্নবী, জুহুরুন্নবী, মাজিউর রাসূল, নুজুলুর রাসূল ও আমদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ বা মশহুর।

CATEGORIES
Share This