Today Is- Friday-14 Mar 2025

নিউইয়র্কে উডসাইড বাইতুল জান্নাহ জামে মসজিদের সাবেক সভাপতি মতাহীর আলির ইন্তেকাল, বাংলাদেশ সোসাইটির শোক

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের উডসাইড বাইতুল জান্নাহ জামে মসজিদের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা এবং বিয়ানীবাজার উপজেলা ১০ নং মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি মোঃ মতাহীর আলি বার্ধক্য জনিত কারণে ২৫ জানুয়ারী ভোরে নিউইয়র্কের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন । (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।


হাজি মোঃ মতাহীর আলির মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ, ট্রাস্টি বোর্ড ও নির্বাচন কমিশনের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এক শোকবার্তায় সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং সকল প্রবাসীদের কাছে দোয়া চান যাতে মরহুমকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে গভীর সমাবেদনা জ্ঞাপন করেন।

CATEGORIES
Share This