Today Is- Saturday-10 May 2025

নিউইয়র্কে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইডিপি) এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী। গত ২৬ এপ্রিল কুইন্সের জয়া হলে সম্মাননা প্রদানসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।


প্রবাসের জনপ্রিয় উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম।
প্রতিষ্ঠানটির পরিচালক আশিকুর রহমান আশিকের সার্বিক সহযোগিতায় এবং প্রেসিডেন্ট এম এস আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ এবং তাঁর সহধর্মিনী সঙ্গীত শিল্পী মেহেরুন আহমেদ, এ্যাসেম্বলী প্রতিনিধি সাগির খান প্রমুখ।
এছাড়াও মেয়র অফিস এবং স্টেট অ্যাসেম্বলি প্রতিনিধিসহ কমিনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জন ল্যু ইডিপি’র সাফল্য এবং কমিউনিটির উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগমের প্রশংসা করেন। স্টেট এ্যাসেম্বলী প্রতিনিধি সাগির খান ইডিপিকে ফান্ডিং সহযোগিতার কথা জানান।
প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দ্রা রায় অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন।
দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটি মেয়র অফিস এবং নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমারের পষ্ক থেকে ইডিপিকে প্রক্লেমেশান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিটি কাউন্সিলমেম্বার শাহানা হানিফের অফিস থেকে ইডিপি’র কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন ইডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম এবং প্রেসিডেন্ট এম এস আলম।


ইডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম বলেন, কমিউনিটিতে তার প্রতিষ্ঠানের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ, নিউইয়র্ক সিটি কাউন্সিল এবং স্টেট অ্যাসেম্বলি সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড প্রদান করেছে। এটি ছিল ইডিপি’র দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও কমিউনিটির সেবায় অবিচল নিষ্ঠার এক অনন্য স্বীকৃতি। এই সম্মাননা ইডিপি’র শিক্ষার্থীদের জন্য এক বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।
তিনি বলেন, পুরো অনুষ্ঠানটি ছিল ইডিপি’র দশ বছরের নিষ্ঠা, ত্যাগ এবং কমিউনিটির উন্নয়নে অবিরাম প্রচেষ্টার এক গৌরবময় প্রতিচ্ছবি। এটি ছিল প্রতিষ্ঠানটির জন্য এক স্মরণীয় দিন। অনুষ্ঠানে ইডিপি’র ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণের লক্ষ্যসমূহের ঘোষণা দিয়ে নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম বলেন এটি বৃহত্তর পরিসরে কমিউনিটির কল্যাণে আরও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি কভার করেন মিলেনিয়াম টেলিভিশনের প্রেসিডেন্ট নূর মোহাম্মদের নেতৃত্বাধীন টিম। সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম অনুষ্ঠানটি ইউএসএনিউজঅনলাইন.কম এবং নিউজ২৪ইউএসএ.কম এর পেইজবুক এ লাইভ সম্প্রচার করেন।

CATEGORIES
Share This