নিউইয়র্কে ওয়ার্ল্ড বাংলা মিউজিকের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব উদযাপিত

জলি আহমেদ: বাংলা সংস্কৃতি, গান ও মিলনের এক প্রাণবন্ত আবহে নিউইয়র্কে ‘ওয়ার্ল্ড বাংলা মিউজিক’ আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের জ্যামাইকাস্থ আল-আকসা পার্টি হলে রোববার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আয়োজন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা।
আয়োজক সংস্থা ওয়ার্ল্ড বাংলা মিউজিকের কর্ণধার এম এন জামান বলেন, প্রবাসে থেকেও আমরা চেষ্টা করি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে। এটা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি প্রবাসীদের মাঝে বন্ধনের সেতু রচনা করে। ভবিষ্যতেও আমরা এমন আয়োজন করতে চাই।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় পত্রিকা ঠিকানার সম্পাদকীয় বোর্ডের চেয়ারম্যান এম এম শাহীন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও প্রবাসী বাঙালি কমিউনিটির জনপ্রিয়মুখ গিয়াস আহমেদ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আজম, জসিম উদ্দিন ভূইয়া ও নাইম টুটুল। এছাড়াও নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সোনিয়া ও প্রফেসর সৈয়দ আজাদ।
অনুষ্ঠানে এম এম শাহীন তার বক্তব্যে বলেন, এমন প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণা। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এমন অসাধারণ এক মিলনমেলা আয়োজনের জন্য। এছাড়া প্রধান অতিথি গিয়াস আহমেদ বলেন,সংস্কৃতির শক্তি মানুষকে একত্রিত করে। এই আয়োজন সেই উদাহরণ। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতিকে এমনভাবে তুলে ধরা প্রশংসনীয়।
ঈদ পরবর্তী প্রবাসীদের এই মিলনমেলায় উপস্থিত ছিলেন এটিবি ইউএসএ ও আশা হোম কেয়ার-এর সিইও আকাশ রহমান এবং তার সহধর্মিণী এশা রহমান। এ সময় তিনি বলেন, প্রবাসে বাঙালিদের মিলনমেলা আমাদের সমাজের শক্তিকে তুলে ধরে। আমি এমন একটি আয়োজনে উপস্থিত থাকতে পেরে গর্বিত। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়েই আমাদের পরিচয় প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যাবে।
ইঞ্জিনিয়ার আব্দুল খালেক বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, এটি প্রবাসী সমাজকে ঐক্যবদ্ধ রাখে। এখানে প্রজন্মের পর প্রজন্ম একসাথে আনন্দ ভাগ করে নেয়। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আয়োজনে আরও উপস্থিত ছিলেন, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লীডার এটর্নী মঈন চৌধুরী ,সালেহ আহমেদ -(ফামাসিষ্ট) ,ডাক্তার আমজাদ,সোহেল বেগ (এনআইপিডি পুলিশ)।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী নাজু আকন্দ, বিন্দু কনা, অংকন ইয়াসমিন, রাজিব ভট্টাচার্য ও শাহ মাহবুব। তাদের সুরে ও কণ্ঠে মুখরিত হয় গোটা আয়োজন। প্রিয় শিল্পীদের কন্ঠে দেশীয় জনপ্রিয় গান উপভোগ করেন প্রবাসীরা। করতালির মাধ্যমে ক্ষণে ক্ষণে উৎসাহ দেন শিল্পীদের।
এ সময় নৃত্য ও ফ্যাশন পরিবেশন করেন জনপ্রিয় মডেল ও পারফর্মাররা। পুরো মঞ্চ কাঁপিয়ে রাখে ব্যান্ড পারফর্মেন্স মাটি ব্যান্ড ও মোবারক ঢুলি’র দল। এদিকে আয়োজনের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বে ছিলেন সাঈম বাই সাউন্ড গিয়ার।
এই আয়োজনকে ঘিরে পুরো প্রবাসী সমাজের মধ্যে এক উচ্ছ্বাস ও উদ্দীপনার আবহ তৈরি হয়। অতিথি, শিল্পী, আয়োজক, স্বেচ্ছাসেবক ও দর্শকদের অংশগ্রহণে নিউইয়র্কের এই ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব ছিল প্রাণবন্ত।