Today Is- Tuesday-24 Dec 2024

নিউইয়র্কে খ‍্যাতনামা টেবিল টেনিস খেলোয়ার শফিকুল আলম কলি’র মৃত্যুতে চুরাশিয়ানদের শোক সভা

আশরাফুল হাবিব মিহির : নর্থ আমেরিকা এসএসসি ‘৮৪ গ্রুপের সদস্য খ‍্যাতনামা টেবিল টেনিস খেলোয়ার শফিকুল আলম কলি গত ৪ মে শনিবার ভোরে নিউইয়র্কের এস্টোরিয়ার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। অসুস্থতার কোনো পৃর্ব লক্ষণ ছাড়াই আকস্মিকভাবে ঘুমের মধ্যে মারা যান তিনি। গত রবিবার বাদ মাগরিব ইস্ট এলহার্স্ট বায়তুন নূর মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরদিন সোমবার সকাল দশটায় তার মরদেহ লং আইল্যান্ডের ওয়াশিংটন মুসলিম মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়েছে।
যশোরের সন্তান শফিকুল আলম কলি ২০১৫ সালে স্বপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। স্ত্রী আর তিন সন্তান নিয়ে বসবাস করতেন নিউইয়র্কের এস্টোরিয়াতে। সদা হাস্যোজ্জ্বল মানুষটির মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
এসএসসি’৮৪ ব‍্যাচ নর্থ আমেরিকা, নিউইয়র্ক তাদের সতীর্থ ও প্রিয় বন্ধু কলি’র স্মরণে গত ৬ মে সোমবার কুইন্সের হিলসাইডের পানশীতে শোক সভা ও দোয়ার আয়োজন করে। বন্ধুকে হারিয়ে সবাই ভীষণ শোকাভিভূত ও ভারাক্রান্ত ছিলেন। তারা প্রয়াত বন্ধুর আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকসভায় এসএসসি’৮৪ ব‍্যাচ নর্থ আমেরিকার সদস্যরা, কলির পরিবারের জন্য অর্থ সংগ্রহ করেন এবং সকল সংগৃহিত অর্থ মরহুমের পরিবারের কাছে হস্তান্তর করা হবে, জানান।
দোয়া ও শোক সভায় বক্তব্য রাখেন- শামস চৌধুরী রুশো, মাসুদ ভূইঁয়া, ইয়াসমিন শেখ, মির্জা শওকত, কানিজ তাহমিনা, রেহেনা জাফর, শাহানাজ কাদির, আকলিমা রানা, সাবিরা করিম, সুফিয়া বেগম, এমদাদুল হক, শেখ শাহিদ, হাসান মাহমুদ, ঝুলন সেন, আনোয়ারুল ইসলাম, মফিদুল ইসলাম সুমন, প্রমুখ।

CATEGORIES
Share This