Today Is- Wednesday-25 Dec 2024

নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৩ মার্চ শনিবার। কুইন্সের গুলশান ট্যারেসে ইফতার পার্টিতে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। তিনি বলেন, কমিউনিটির সক্রিয় সহায়তা ও ভালোবাসায় সাপ্তহিক আজকাল, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনওয়াই ইন্সুরেন্স এগিয়ে যাচ্ছে। সকলের আর্শীবাদে আমরা সততার সাথে আরও এগিয়ে যাবো ইনশাল্লাহ।
এ এফ এম জামানের উপস্থাপনায় ইফতার মাহফিলে মূলধারার রাজনীতিক জন ল্যু সহ কমিউনিটির বিশিষ্ঠ ব্যক্তিবর্গ অংশ নেন। অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ রব মিয়া, সাধারন সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ নওশেদ হোসেন, কণ্ঠশিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিল্টন ভূঁইয়া, শরাফত হোসেন বাবু, জসিম ভূঁইয়া, মোশাররফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, জাতীয় পার্টির সেক্রেটারি আসেফ বারী টুটুল, রিয়েলটর মইনুল ইসলাম, শেফ খলিলুর রহমান, বাপা’র হুমায়ুন কবির, ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আযম, মাকসুদ এইচ চৌধুরী, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার, রিয়েলটর নুরুল আজিম, আলমগীর খান আলম, আব্দুর রশীদ বাবু, জাকির হোসেন, কমিউনিটি একটিভিস্ট ফাহাদ সোলায়মান, লায়ন আহসান হাবিব, লায়ন এম জিলানী, লায়ন জেএফএম রাসেল, ইশতিয়াক রুমি, আতাউর রহমান সলিম, ইবরার টিপুু, রিয়েলটর মোহাম্মদ আজাদ প্রমুখ।

CATEGORIES
Share This