Today Is- Friday-24 Jan 2025

নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ফোক সম্রাজ্ঞী মমতাজের কনসার্ট অনুষ্ঠিত (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ১৭ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সঙ্গীতানুষ্ঠান। জ্যামাইকাস্থ আমাজুরা হলে আয়োজিত অনুষ্ঠানে বসেছিল ফোক সঙ্গীতের মেলা, একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী মমতাজ। তার সাথে কয়েকটি গান যৌথভাবে পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ ও অনিক রাজ। তাদের সংগীতও দর্শকদের হৃদয় জয় করেছে।

গোল্ডেন এজ হোম কেয়ার, ইন ওয়াই ইন্স্যুরেন্স এবং সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক শাহ নেওয়াজ। তিনি তার বক্তব্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসেই তার এই আয়োজন। গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজের পরিচালনায় মমতাজের লাইভ কনসার্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব। অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হুদা শিল্পী মমতাজের হাতে সাইটেশন এবং সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী রানো নেওয়াজ, বিশিষ্ট রিয়েল এস্টেট বিজনেসম্যান নূরুল আজিম, নাসির আলী খান পল, শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কাজী শাখাওয়াত হোসেন আজম, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে. চৌধুরী, মইনুজ্জামান চৌধুরী, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রশীদ বাবু, নিশান রহিম, সাইফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শাহ নেওয়াজ তার বক্তব্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গোল্ডেন এজ হোম কেয়ারের মাধ্যমে তারা প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে যাচ্ছেন। কমিউনিটি সেবা প্রদানের পাশাপাশি তারা বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের শিশু-কিশোরদের শেকড়ের সন্ধান দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডও শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গোল্ডেন এজ হোম কেয়ারের এই আয়োজন। অনুষ্ঠান সহায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।
রাত ১১টা পর্যন্ত কনসার্ট চলে।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে মমতাজের মাসব্যাপী সঙ্গীতযাত্রা। তিনি ১৯ মে বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।

CATEGORIES
Share This