Today Is- Thursday-09 Jan 2025

নিউইয়র্কে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন যুক্তরাষ্ট্র শাখার

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র শাখা। ১ জানুয়ারি বুধবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সহ সভাপতি নূর ইসলাম বর্ষন, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম, যুগ্ম প্রচার সম্পাদক রুবেল আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক এস এন এস রুবেল, হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
বক্তারা বলেন, ১৯৮৬ সালের ১লা জানুয়ারি জাতীয় পার্টির জন্ম লগ্ন থেকেই পার্টির সফলতায় ঈর্ষণীয় হয়ে সব সময়ই বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করছে। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল এবং জাতীয় পার্টি কখনো দেশের স্বার্থে কোনো আপোষ করে নাই এবং ভবিষ্যতেও করবে না। তাই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ও কিছু ভূঁইফোড় রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করছে। জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, জাতীয় পার্টির নেতা ও কর্মীরা তাদের দাত ভাঙা জবাব দেবে। বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে এসব কুচক্রীদের থেকে হুশিয়ার থাকতে এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভার কার্যক্রম শুরু হয়। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক মরহুম এইসএম এরশাদ এবং হাসিনা সরকার পতনের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

CATEGORIES
Share This