Today Is- Tuesday-24 Dec 2024

নিউইয়র্কে ধর্মীয় আমেজে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৭ মার্চ রোববার। নিউইয়র্কে কুইন্সের আগ্রা প্যালেস পার্টি হলে ধর্মীয় উৎসব আমেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী শ্রীমঙ্গলবাসীর মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিলটি। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মামুনুর রশীদ শিপুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ চৌধুরী, ইফতার উদযাপন কমিটির আহবায়ক দিলদার হোসেন, সমন্বয়কারী খলিলুর রহমান ও সদস্য সচিব মুজিবুর রহমান লাভলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামিক স্কলার মুফতি মাওলানা মোহাম্মদ ইসমাইল। দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন দিলদার হোসেন।
প্রবাসী শ্রীমঙ্গলবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সিলেটবাসী যোগ দেন এ ইফতার উৎসবে। সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়ি সহ দেশজ ইফতার সামগ্রী ছিল খাবারের মেনুতে।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদ শিপু এবং সাধারণ সম্পাদক ‘সুফিয়ান চৌধুরী ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, কার্যকরী কমিটি, ইফতার উদযাপন কমিটির সহ সকলের অক্লান্ত শ্রম ও আন্তরিক সহযোগিতায় ইফতার মাহফিল সফল হয়েছে। বিশেষ করে ইফতার উদযাপন কমিটির আহবায়ক দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ফয়েজ বক্স, সমন্বয়কারী খলিলুর রহমান, যুগ্ম সমন্বয়কারী আবুল বাসার, সুলতানা পলি, সদস্য সচিব মুজিবুর রহমান লাভলু ও যুগ্ম সদস্য সচিব তোফায়েল আহমেদ সহ সংশ্লিষ্টরা নিজ নিজ দায়িত্ব পালনে ছিলেন নিষ্ঠাবান। এজন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।

CATEGORIES
Share This