নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে বাংলাদেশি-অ্যামেরিকান প্রবীণদের দক্ষ হিসেবে গড়ে তুলতে ইংরেজি ও কম্পিউটার শিখানোর ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড। সেই সাথে মানসিক স্বাস্থ্য সেবাও দিবে সংগঠনটি। ৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা এসব বিষয় জানান।
সংবাদ সম্মেলনে তারা জানান, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসে অনেক প্রবীণদের সাধারণ কোন চাকুরি করতে হয়, যা বয়সের সাথে মানানসই নয়। এমন পরিস্থিতিতে অনেকেই কাজ করতে সমস্যার সম্মুখীন হন। তাদের কম্পিউটার প্রশিক্ষণ দিবে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড। শুধু প্রশিক্ষণ নয় প্রবীণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কর্মশালা ও সভা-সেমিনারেরও আয়োজন করা হবে। এসব সভা-সেমিনার প্রবীণদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে সেই সাথে বিভিন্ন সমস্যা সমাধানেও সহায়তা করবে।
সংগঠনটির সভাপতি ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেন, নিউইয়র্কে প্রথমবারের মত কোন বাংলাদেশীদের পক্ষ থেকে ফ্রি কম্পিউটার কোর্স, ইংলিশ ভাষা কোর্স, মেন্টাল হেল্থ ওয়ার্কশপ সেবা দেওয়া হবে। এর আগে আরএস টেকনোলজির মাধ্যমে এই কোর্স করানো হত। আমরা করোনাকালীর সময় থেকে মানুষের সেবা করে আসছি। এটা পুরোটাই অলাভজনক সংগঠন। আমরা চাই বাংলাদেশি এবং এশিয়ার নাগরিকদের উন্নয়নে কাজ করতে। বিশেষ করে প্রবীণদের জন্য। আমরা বেশ কিছু বেসিক কম্পিউটার এবং ইংলিশ কোর্স দিচ্ছি, যা একদম বিনামূল্যে। আর এসব কোর্সের মাধ্যমে তারা কম্পিউটার ও ইংরেজির সাধারণ বিষয়গুলো জানতে পারবেন। যা তাদের চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নিউইয়র্ক হেল্থ ডিপার্টমেন্ট থেকে প্রজেক্ট ডাইক্টের ক্রিকলিন ও মেথিও মিত্রা মেন্টাল হেল্থ এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের এডভাইজর বিশিষ্ট সমাজসেবক আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক সোমাইয়া তাব্বাজুম, স্মার্ট টেক আইটি সলিউশনের ডাইরেক্টর, সাইদুর রহমান, রুহুল আমিন, ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট প্রিসিলা নাজনীন ফাতেমা, গ্রীণ টার্চ এর ডাইরেক্টর ভিক্টর ইলাহী, সমাজসেবক মাহাবুবুর রহমান, অবসরপ্রাপ্ত জর্জ মাইকেল থমাস ডি. রাফেল, হোসেন বাদল ও রেজা রশিদ।
প্রিসিলা নাজনীন ফাতেমা বলেন, কম্পিউটারের বেসিক দক্ষতা ছাড়া আজকাল চাকরির বাজারে টিকে থাকা কষ্টসাধ্য বিষয়। কারো যদি কম্পিউটার স্কিল থাকে এবং তা সিভিতে এড করেন তাহলে প্রতিষ্ঠানগুলো চাকরি দিতে আগ্রহী হবে। সেই সাথে কাজের ক্ষেত্রেও সাধারণ দক্ষতাগুলো দরকার। তিনি বলেন, ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও ইংরেজি শেখার সুযোগ করে দিচ্ছে। যা প্রবীণদের জন্য দারুণ একটা সুযোগ বলে আমি মনে করি। প্রতিষ্ঠানটির অতিঃসত্বর কয়েকটি কম্পিউটার প্রয়োজন যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজে ক্রয় করে সহায়তা করতে পারেন।
ইঞ্জিনিয়ার আবদুস ছোবহান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । বিস্তারিত জানতে যোগাযোগ : ৬৪৬-৩৭১-৩৬১৪.