Today Is- Wednesday-22 Jan 2025

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অব প্রফেশনালস’র বিজয় দিবস টেবিল টেনিস আসর ২০২৪ (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে এই বছরের বিজয় দিবসে ক্রীড়া অঙ্গনে নতুন উজ্জ্বলতার সৃজন করেছে ‘বাংলাদেশ ভিক্টোরী ডে টেবিল টেনিস টুর্নামেন্ট ২০২৪’। প্রতিযোগিতামূলক আবহ ও বন্ধুত্বের সম্পর্কের স্বাক্ষী হয়ে ৭ ডিসেম্বর দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেবিল টেনিস খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা সার্বিক উৎসাহের সাথে জড়ো হয়েছেন নিউইয়র্কে।
নিউ ইয়র্ক, ভার্জিনিয়া, মিশিগান, শিকাগো, পেনসিলভানিয়া, এমনকি কানাডা থেকে খেলোয়াড়রা এসে এক উদ্দীপনাময় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করেছেন। তাদের উৎসাহ ও আন্তরিকতা এ টুর্নামেন্টকে সকলের জন‍্য স্বরণীয় করে তুলেছে।
এই বিশাল সাফল‍্যের পেছনে সম্মিলিত অবদান ছিল SJ Innovation, এবং Adamjee Group এর সহযোগিতা, যাদের প্রচেষ্টা ছাড়া এই টুর্নামেন্টটিকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হতো না। দিনটিকে আরোও আকর্ষণীয় করে তুলেছিলেন খলিল বিরিয়ানি হাউস। পুরস্কার বিতরণী ও রাতের ভোজের মাধ্যমে টুর্নামেন্টের এক নতুন মাত্রা যোগ করেছিলেন।
আয়োজকরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলী আম্মার (মিশর) এর প্রতি যিনি সুনিপুণভাবে দক্ষতার সাথে সম্পূর্ণ টুর্নামেন্ট পরিচালনায় সহায়তা করেছেন। এছাড়াও BSP Team, শৈলী, BITNA Team, Ping Pong NYC, এবং দি অপটিমিস্ট ইউএসএ টিমের সহযোগিতা ও সরব উপস্থিতি টুর্নামেন্টকে প্রাণবন্ত করে রেখেছিল। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, দি অপটিমিস্ট এর নির্বাহী কমিটি ও বোর্ডের সদস্য।
টুর্নামেন্ট আয়োজনে যাদের নিরলস প্রচেষ্টা ছিল তাদের মধ‍্যে রয়েছেন শাহেদ ইসলাম, সেলিম আদমজী এবং টুর্নামেন্টের উদ‍্যোক্তা ইমতিয়াজ চৌধুরী। চমৎকার উপস্থাপনা করেছেন মুস্তাফিজুর চৌধুরী, অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন এটর্নি খাইরুল বাশার এবং মোকারম আহমেদ ও মারুফ মনোয়ার এর অনুপ্রেরণা ছিল উল্লেখ্য।
সামাজিকতা এবং সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন পেশা ও শহরের মানুষকে একত্রিত করেছে এই টেবিল টেনিস টুর্নামেন্ট। এই দিনটির সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে ভবিষ্যতে আবারো এক হওয়ার জন‍্য। এটি শুধুমাত্র একটি টুর্নামেন্টই নয়, বরং বাংলাদেশের বিজয় দিবসের চেতনাকে ঘিরে একত্রিত হয়ে প্রীতি ও সৌহার্দ্যমূলক সম্পর্ক গড়ে তুলার একটি অনন‍্য সফল প্রচেষ্টা।

CATEGORIES
Share This