Today Is- Wednesday-22 Jan 2025

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নতুন ঠিকানায়

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর স্থান পরিবর্তন হচ্ছে। আগামী ১ অক্টোবরে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ৩১-১০ ৩৭ তম এভিনিউ, স্যুইট- ২০১ (২য়তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক – ১১১০১ এই ঠিকানায় স্থানান্তরিত হচ্ছে।

আগামী ১ অক্টোবর থেকে নূতন ভবনে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল তার সকল কর্মকর্তা-কর্মচারীসহ লজিস্টিক, সেবা প্রদান সংক্রান্ত সুযোগ-সুবিধা পূর্ণরূপে সক্রিয় থাকবে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সংক্রান্ত হাল নাগাদ তথ্যের জন্য সবাইকে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের ওয়েবপেইজ (www.bdcgny.org) ও ফেইসবুক একাউন্ট (Consulate General of Bangladesh, New York) দেখতে সবাইকে কনস্যুলেট জেনারেলের অফিস থেকে অনুরোধ করা হয়েছে।

CATEGORIES
Share This