Today Is- Thursday-23 Jan 2025

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ক্রেডিট কার্ডের মাধ্যমে সার্ভিস ফি গ্রহণ

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ১৯ নভেম্বর ২০২৪ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের কনস্যুলার ফি জমা দেয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। কনস্যুলেট জেনারেলের সেবাকে আরো স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও জনবান্ধব করার অংশ হিসেবে এ সেবা চালু করা হয়।

Screenshot

উল্লেখ্য, ক্রেডিট কার্ডের মাধ্যমে সব ধরণের সরকার নির্ধারিত ফি জমা দেয়ার ক্ষেত্রে প্রতিটি লেন-দেনের জন্য ৩% ব্যাংক সারচার্জ প্রযোজ্য হবে। এছাড়া, মানি অর্ডার-এর মাধ্যমে ফি পরিশোধের প্রচলিত ব্যবস্থাও অব্যাহত থাকবে।
সেবাগ্রহীতাগণকে ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারী ফি পরিশোধের এ সুবিধা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

CATEGORIES
Share This