নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড ১৩ এপ্রিল (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল। জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট ৩৭ অ্যাভিনিউ থেকে প্যারেড শুরু হবে। শেষ হবে ৮৭ স্ট্রিটের ৩৭ অ্যাভিনিউতে। সিটি মেয়র এরিখ অ্যাডামস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। গ্র্যান্ড মার্শাল হিসেবে থাকবেন কমিউনিটি নেতা শাহ নেওয়াজ। মূল ধারার আরও বেশ কয়েকজন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
হিউম্যানিটি এ্যাম্পাওয়ারমেন্ট রাইটস ও ফাউন্ডেশন এর মূল উদ্যোক্তা। এর সাথে রয়েছে বাংলাদেশ সোসাইটি। এর টাইটেল স্পন্সর রয়েছে রিভারটেল। অনুষ্ঠানে অংশ নিতে ২০০ ডলার দিয়ে সংগঠনের নাম নিবন্ধন করতে হবে। ইতিমধ্যে বেশ কিছু সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নাম নিবন্ধন করেছে। এবারের অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরার চেষ্টা চালানো হচ্ছে। প্যারেডে অংশ নেবেন নায়ক জায়েদ খান, অভিনেতা অপূর্ব, পরিচালক দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী রিচি সোলায়মান, সংগীতশিল্পী প্রতীক হাসান, অভিনেত্রী নওশীন, অভিনেতা এহসান মিলন, নৃত্যশিল্পী নাদিয়া লিখন, অভিনেতা কাজী মারুফসহ একাধিক শিল্পী। প্যারেডে বিপুলসংখ্যক লোকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।