Today Is- Thursday-26 Dec 2024

নিউইয়র্কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড’র বিজয় দিবস উদ্‌যাপন

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ড আয়োজিত বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা নিউইয়র্কে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টের পালকি সেন্টারে ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুকিত আবদুল চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর ডেমোক্রেটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এ্যাট লার্জ এর্টনী মঈন চৌধুরী।
সভার শুরুতে কোরআন তেলোওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করার পর মহান মুক্তিযোদ্ধে সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশের মুক্তিযোদ্ধের সকল শহীদদের ও ২০২৪ এর ছাত্র জনতার বিপ্লবে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা মনিরুজ্জামান।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, পার্শ্ববর্তী দেশের আগ্রাসন প্রতিরোধ ও সকল দুর্নীতির মূলউৎপাটন করে দেশ থেকে পাচারকৃত সকল অর্থ ফেরত আনা ও দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করার জোর দাবী জানিয়ে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মিজবাহ্ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস এ মজুমদার।
অতিথি এর্টনী মঈন চৌধুরী তার বক্তব্যে আমেরিকায় মুক্তিযোদ্ধাদের ‘ডেটারান ষ্ট্যাটার্স’ আদায় করার জন্য পদক্ষেপ নেওয়ার ঘোষনা দিয়ে এই লক্ষ্যে কাজ করার আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে মুক্তিযোদ্ধা সংসদের কার্যক্রমের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ, মনছুর আলী, কামরুজ্জামান, জেনারেল এমএজি ওসমানী, মেজর জিয়াউর রহমান, ১১জন সেক্টর কমান্ডার, বিএলএফ এর ৪ জন সেক্টর কমান্ডার সহ মুক্তিযুদ্ধের সকল সংগঠক ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও সকল জীবিত মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীঘায়ু কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

CATEGORIES
Share This