নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়্যারম্যান আজিজের সংবর্ধনা : জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ করতে বদরুল খানের প্রতি আজিজের আহ্বান (ভিডিও সহ)
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের নব নির্বাচিত চেয়্যারম্যান এমএ আজিজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ১২ নভেম্বর রোববার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক (শাহীন কামালী-মইনুল ইসলাম) এস্টোরিয়ার জালালাবাদ ভবনে এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে এমএ আজিজ ‘জালালাবাদ ভবন’টি সাধারণ সম্পাদক মইনুল ইসলামের কাছ থেকে জালালাবাদ এসোসিয়েশনের নামে বুঝে নেয়ার জন্য সভাপতি বদরুল খানের প্রতি আহ্বান জানান। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
আয়োজক সংগঠনের কার্যকরী সদস্য (সিলেট) হেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, সাবেক প্রচার সম্পাদক আব্দুর করিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট এমাদ চৌধুরী, সৈয়দ ফজলুর রহমান, ফজলুর রহমান, হাজী আব্দুর রহমান, মখন মিয়া, হুমায়ূন চৌধুরী, দুরুদ মিয়া রনেল, জালাল আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। মুনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে এমএ আজিজকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। এসময় তাকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এমএ আজিজ আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সব সময় বাংলাদেশী কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জালালাবাদের জন্য কেনা এ ভবনটি অত্যন্ত মূল্যবান। ‘জালালাবাদ ভবন’ ক্রয়ে যদি কোন ভুলক্রটি হয়ে থাকে তা আলাপ-আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা সম্ভব। আমি বিশ্বাস করি, সমঝোতার মাধ্যমে ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন ঐক্যবদ্ধ হবে। তিনি বলেন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান একজন ভালো মানুষ। তিনিই পারেন জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ করতে। আমি আজকের এ অনুষ্ঠান থেকে বদরুল খানের প্রতি বিশেষ অনুরোধ জানাবো তিনি যেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার বৃহত্তর স্বার্থে সকল মান-অভিমান ভুলে গিয়ে মইনুল ইসলামের কাছ থেকে ‘জালালাবাদ ভবন’টি বুঝে নেন। জালালাবাদবাসীর জন্য আমার সার্বিক সহযোগিতা সবসময় থাকবে।
অনুষ্ঠানে এমএ আজিজকে তার নতুন দায়িত্বের জন্য অভিবাদন জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বলেন, ‘জালালাবাদ ভবন’ ক্রয়ে এমএ আজিজেরও বিশেষ সহযোগিতা রয়েছে। এজন্য আমি তার প্রতি বিশেষ কৃতজ্ঞত।
বক্তারা এমএ আজিজকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তিনি বাংলাদেশী কমিউনিটির কল্যাণে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছেন। কমিউনিটির উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।
বক্তারা নিউইয়র্কে গুরত্বপূর্ণ স্থানে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র জন্য নিজস্ব ভবন ‘জালালাবাদ ভবন’ প্রতিষ্ঠা করার জন্য সাধারণ সম্পাদক মইনুল ইসলামের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এমএ আজিজ গত ৫ নভেম্বর পুনরায় বোর্ড অব ট্রাস্টির চেয়্যারম্যান নির্বাচিত হন।