Today Is- Thursday-23 Jan 2025

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মাদার সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে সেলিম-আলী প্যানেল। নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বি ‘রুহুল-জাহিদ’ প্যানেল থেকে কেউ জয় লাভ করতে পারেনি। নিউইয়র্কে ২৭ অক্টোবর রোববার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সোসাইটির নির্বাচন। এই নির্বাচন নিয়ে কমিউনিটির ছিল ব্যাপক আগ্রহ। নিউইয়র্ক সিটির ৫টি ভোট কেন্দ্রে ৫৮টি মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিলো ১৮ হাজার ৬১৩ জন। এর মধ্যে প্রায় ১০ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ২০২৫-২০২৬ সালের জন্য এবারের নির্বাচনে সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদের মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন রিজু মোহাম্মদ। অবশিষ্ট ১৮ পদের সবগুলোতেই সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা ৭শ থেকে দেড় হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন।
নির্বাচনী ফলাফল : সভাপতি আতাউর রহমান সেলিম (৫,২৮৯), একমাত্র প্রতিদ্বন্দ্বি রুহুল আমিন সিদ্দিকী (৩,৮২০), সিনিয়র সহ সভাপতিÑ মহিউদ্দীন দেওয়ান (৫,৪৯৪), একমাত্র প্রতিদ্বন্দ্বি ফারুক চৌধুরী (৩,৪০৫), সহ সভাপতি কামরুজ্জামান কামরুল (৫,৪৮০), তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আমিনুল চৌধুরী (৩,৪০৯), সাধারণ সম্পাদকÑ মোহাম্মদ আলী (৫,১৭৯), তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাহিদ মিন্টু (৩,৮৭২), সহ সাধারণ সম্পাদকÑ আবুল কালাম ভূঁইয়া ((৫,০৮৫), একমাত্র প্রতিদ্বন্দ্বি সারোয়ার খান বাবু (৩,৮৬৪), কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমি (৫.২৪২), একমাত্র প্রতিদ্বন্দ্বি নওশেদ হোসেন (৩,৬২৬), সাংগঠনিক সম্পাদকÑ ডিউক খান (৫,২৩০), তার একমাত্র প্রতিদ্বন্দ্বি সাদি মিন্টু (৩,৬৪৯), সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ (৫,০৬৯), একমাত্র প্রতিদ্বন্দ্বি মনিকা রায় চৌধুরী (৩,৭২৭), সমাজ কল্যাণ সম্পাদক জামিল আনসারী (৫,২০৭), তার একমাত্র প্রতিদ্বন্দ্বি নাদির আইয়ুব (৩,৫৮৮), সাহিত্য সম্পাদক আকতার বাবুল (৪,৭৯৩), তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রুমানা আহমেদ (৪,০৫২), ক্রিড়া সম্পাদক আশ্রাব আলী খান (৫০৯১), তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আলমগীর হোসেন (৩,৬৮২), স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন জিলানী (৫,০৩৪), তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শাহনাজ হোসেন পেয়েছেন ৩,৭৯৪ ভোট।
কার্যকরি সদস্য পদে নির্বাচিতরা হলেন সিদ্দিক পাটোয়ারি, হারুন চেয়ারম্যান, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দি, মনসুর আহমেদ ও হাসান খান। অপরদিকে, কার্যকরী পরিষদের সদস্য পদে বিজিত ‘রুহুল-জাহিদ’ প্যানেলের প্রার্থীদের প্রাপ্ত ভোট মোহাম্মদ রব মিয়া (৩,৮৪৭), মোহাম্মদ তাজু মিয়া (৩,৫৬০), এমডি এন ইসলাম (৩,৬৩৫), একেএম রফিকুল ইসলাম ডালিম (৩,৭১৫) এবং সাইফুল ইসলাম (৩,৫৫৪)।
উল্লেখ্য, পূর্ণ প্যানেলে জয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৫,৪৯৪ ভোট পেয়েছেন নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান।
অপরদিকে, বিজিত রুহুল-জাহিদ প্যানেলের প্রার্থীদের মধ্যে সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ সর্বোচ্চ ৪,০৫২ ভোট পেয়ে হেরেছেন। সোসাইটির সাবেক সভাপতি প্রয়াত কামাল আহমেদের কন্যা রুমানা হেরেছেন ৭৪১ ভোটে।

২৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্ক সিটির ৫টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি কুইন্সের গুলশান ট্যারেসে নির্বাচন কমিশনের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনের সদস্যরা আব্দুল হাকিম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মান্নান, মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহবুবুর রহমান বাদল ও আহবাব চৌধুরী খোকন উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
বিজয়ী সেলিম-আলী প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ছিলেন কমিউনিটি একটিভিস্ট শাহ নেওয়াজ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ।
ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচন কমিশন, সদস্য-ভোটারসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এসময় তারা তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উল্লেখ্য, নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেলের প্রতিশ্রুতি ছিলো কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে মূলধারায় শক্ত অবস্থান প্রতিষ্ঠা, নতুন প্রজন্মের সাথে সোসাইটির সেতু বন্ধন সুদৃঢ় করে গণমুখী, কল্যাণকর ও জবাবহিতামূলক সর্বজনীন সংগঠনে রূপান্তর করা।

CATEGORIES
Share This