নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের বিজয় উৎসবে মানুষের ঢল নেমেছিলো। সিটির উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারের বিশাল হল রুমে আয়োজিত এই উৎসব অনুষ্ঠানের প্রতিটি আসন পূর্ণ হওয়ার পর বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে উৎসবে শামিল হয়েছেন। সর্বস্তরের নর-নারী সহ হাজারোধিক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে যোগ দেন বলে আয়োজকদের দাবী। কমিউনিটির ইতিহাসে এতো বিপুল মানুষের সমাবেশ সমসাময়িক কালের অনুষ্ঠানগুলোর মধ্যে রেকর্ড বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। ‘বক্তৃতা বিমুখ’ হাজারো মানুষের প্রতি সম্মান দেখিয়ে অনুষ্ঠানমালার মধ্যে ছিলো সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য, নির্বাচতদের ফুল দিয়ে বরণ, মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান আর নৈশ ভোজ। খবর ইউএনএ’র।
‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক শাহ নেওয়াজের সভাপতিত্বে সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া পরিচালনা করেন সোসাইটির নবনির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী। গীতা থেকে পাঠ করেন সানি গুপ আর বাইবেল থেকে পাঠ করেন ডা. টমাস দুলু রায়। এরপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু, প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন খান, প্রধান সমন্বয়কারী আজহারুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী আজম, নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সহ সভাপতি কামরুজ্জামান কামরুল সহ জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলীন, উডসাউড ও ব্রঙ্কস এলাকার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মঞ্চে ছিলেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচিত কর্মকর্তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য পর্বে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, আজমল হোসেন কুনু, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান ও কামরুজ্জামান কামরুল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।
আব্দুর রব মিয়া তার বক্তব্যে বলেন, সোসাইটি সভাপতি হিসেবে আমি সবার। নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারাও আমার লোক, আর যারা বিজয়ী হয়েছেন তারাও আমার লোক। সবাইকে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তিনি বলেন, নির্বাচন শেষ সোসাইটি এখন আমাদের সবার। সোসাইটির যেকোন প্রয়োজনে তিনি সবসময় এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা দুই প্যানেল থেকে নির্বাচন করেছি। নির্বাচন শেষে এখন আমরা সবাই এক প্যানেলের। এখন আর ‘সেলিম-আলী’ বা ‘রুহুল-জাহিদ’ প্যানেল নয়, সবাই বাংলাদেশ সোসাইটির প্যানেল। তিনি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠাসহ তার প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং এজন্য সকল বাংলাদেশীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সোসাইটির সম্মানিত ভোটাররা ভোট নিয়ে ‘সেলিম-আলী’ প্যানেলের সকল প্রার্থীকে নির্বাচিত করে যে সম্মান দেখিয়েছেন তার জন্য আমরা সবার কাছেই কৃতজ্ঞ।
শাহ নেওয়াজ তার বক্তব্যে ‘সেলিম-আলী’ প্যানেলেকে নির্বাচিত এবং বিজয় উৎসব অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
সবশেষে ছিলো নৈশ ভোজের পাশাপাশি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে রানো নেওয়াজ সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব পরিচালনায় ছিলেন সোসাইটির নব নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ।
উল্লেখ্য, অনুষ্ঠানের মাঝে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যালের প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় কোন কোন সংগঠনের নেতৃবৃন্দের বিভক্তি ফলে উত্তেজনা ও বাক-বিতন্ডার সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতে সংগঠনগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ পর্ব স্থগিত করা হয়।