নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ ও আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভুইয়া।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৩ জানুয়ারি জরুরি প্রয়োজনে সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাংলাদেশে যাওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী সহ-সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন । সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী নিউইয়র্কে ফিরে আসার আগ পর্যন্ত আবুল কালাম ভুইয়া ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন ।
এদিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আবুল কালাম ভুইয়া এই দায়িত্ব সঠিকভাবে পালনে সংগঠনের সকল কর্মকর্তা সহ প্রবাসীদের সহযোগিতা কামনা করছেন।