Today Is- Monday-31 Mar 2025

নিউইয়র্কে বাংলা সিডিপ্যাপ, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও এলমার্স্ট হসপিটালের আন্ত:ধর্মীয় ইফতার আয়োজন (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : পবিত্র রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সমাজের সকল স্তরে ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ইনক্লুসিভ ইফতার ২০২৫। গত ২০ মার্চ বৃহস্পতিবার প্রবাসীদের অন্যতম প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের পিএস ৬৯ ক্যাফেটেরিয়ায় সন্ধ্যায় ৬টা থেকে রাত ৮ পর্যন্ত চলে এই ইফতার আয়োজন। আন্ত:ধর্মীয় এ ইফতার আয়োজনের মূল উদ্যােক্তা ছিলেন কুইন্স কাউন্টি কমিটির সদস্য ও বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবার পথিকৃৎ ড. আবু জাফর মাহমুদ, কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান ও এলমহার্স্ট হাসপাতাল।

আন্ত:ধর্মীয় এ ইফতার আয়োজনে প্রবাসী বাংলাদেশিসহ নিউইয়র্কের বিভিন্ন জায়গা থেকে আসা স্প্যানিশ, আফ্রিকান, ভারতীয়, রোমানীয়সহ এথনিক কম্যুনিটির প্রগতিশীল ৬টি বিশাল সাংগঠনিক শক্তির প্রতিনিধি ও নেতৃবৃন্দ এবং ১৫ জন সিটি কাউন্সিল ও অ্যাসেম্বলি মেম্বার, এল জি বিডি কমিউনিটির প্রতিনিধিরাসহ প্রায় ২ শতাধিক নারী পুরুষ অংশ নেয়।
এ ইফতার মাহফিলে সৌহার্দপূর্ণ দৃষ্টান্ত সৃষ্টিকারী মূল প্রকাশশক্তি ছিল বাংলা সিডিপ্যাপের রোজাদার সদস্য এবং স্পেনিশ সদস্যরা। বাংলা সিডিপ্যাপের রোজাদার কর্মী এ স্প্যানিশ কর্মীরা অনুষ্ঠানে আগত বিভিন্ন জাতি গোষ্ঠী, এথনিক কমিউনিউটির মানুষদের সাথে ভাব বিনিময় করেন । অনুষ্ঠানের শুরুতে রোজাদারদের জন্য দোয়া পড়ান বাংলাদেশি কমিউনিটির অন্যতম পরিচিত ইমাম আব্দুস সাদেক ।
এ সময় ইন্টারফেইথ ইফতার আয়োজনকে সকল জাতিগোষ্ঠীর পারস্পরিক ভ্রাতৃত্বের এক অনুপম দৃষ্টান্ত উল্লেখ করে ডক্টর আবু জাফর মাহমুদ বলেন, এখানে পবিত্র রমজানের ইফতার অনুষ্ঠানে যে পারস্পরিক বন্ধন ও যোগাযোগ গড়ে উঠলো তা গোটা কমিউনিটির জন্য অনেক বড় অর্জন। তিনি বলেন, আজকে এই আর্ন্ত:ধর্মীয় এই ইফতার আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন ধর্ম ও জাতি গোষ্ঠী আমাদের শক্তি ও একাত্মতা দেখেছে। একই সাথে তাদের সাথে যে বাংলাদেশিদের মেলবন্ধন তাও প্রকাশ্যে এসেছে। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ইফতার আয়োজনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির জন্য তিনি আগতদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি কাউন্সিলের ২৫ ডিস্ট্রিক্ট এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান বলেন, এই ইনক্লুসিভ ইফতার আসলে জ্যাকসন হাইটস ও এলমার্স্টতে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে যে বন্ধন, পারস্পরিক শ্রদ্ধাবোধ সেটির প্রতিফলন ঘটায়। এটি বিশ্বের মধ্যে অন্যতম এলাকা যেখানে এক সাথে বহু জাতিগোষ্ঠী ও সত্তা বছরের পর বছর বসবাস করছে বলেও জানান তিনি।
ইফতার অনুষ্ঠানে মুসলীম ধর্মাবলম্বীকে পবিত্র রমজানে জন্য শুভকামনা জানান নিউইয়র্ক স্টেট এর জনপ্রিয় অ্যাসেম্বলি ওমেন জেসিকা গঞ্জালেস রোজাস।

CATEGORIES
Share This