Today Is- Monday-23 Dec 2024

নিউইয়র্কে বিএনপি ব্রঙ্কস ব্যুরো পশ্চিমের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল আয়োজন (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ব্রঙ্কস ব্যুরো পশ্চিমের উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ ব্রঙ্কসের আল আকসা পার্টী হলে বিএনপি ব্রঙ্কস ব্যুরো পূর্বের সহযোগীতায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ৷
বিএনপি ব্রঙ্কস ব্যুরো পশ্চিমের আহ্বায়ক আনোয়ারুল আলম ভূঞার সভাপতিত্বে এবং পশ্চিমের সদস্য সচিব দুলাল রাহমান ও পূর্বের সদস্য সচিব মোহাম্মদ সোলায়মানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন লাইনে ইংল্যান্ড থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক এবং অষট্রেলিয়া, রাশিয়া, আফ্রিকা ইউরোপ এবং উত্তর আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন

খোকন ৷ তিনি আয়োজকদের ধন্যবাদ, শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন ৷ এসময় উপস্থিত নেতৃবৃন্দ আনোয়ার হোসেন খোকনকে করতালি দিয়ে অভিনন্দন জানান ৷


অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের আহ্বায়ক আহবাব হোসেন চৌধুরী খোকন ৷ গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং যুক্তরাষট্র বিএনপির সাবেক ফাউন্ডার মেম্বার ডাঃ আব্দুস সবুর ৷ বিশেষ বক্তা ছিলেন বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী৷ বিশেষ অতিথি ছিলেন বিএনপি নিউইয়র্ক মহানগর উত্তরের

সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আমিনুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক এজিএম জাহাংগীর হোসাইন, এমরান শাহ রন, সৈয়দ গাউসুল হোসেন, আনোয়ার হোসেন জাহীদ, শাহীন চৌধুরী, যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, সদস্য শাহ কামাল উদ্দীন, দিলরুবা আক্তার মায়া, মহানগর উত্তরের সদস্য ও ব্রঙ্কস ব্যুরো পূর্ব আহ্বায়ক মোঃ লিয়াকত আলী ৷


ব্রঙ্কস ব্যুরো পশ্চিম এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান হ্যাপী, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সিদ্দিকী, শেখ আক্তার নান্নু, মোঃ ফুল মিয়া, কবির ফারুক, শরীফ হোসেন নীরব, যুগ্ম সদস্য সচিব পশ্চিম আবু বকর সিদ্দিক, সদস্য পশ্চিম মমতাজ উদ্দীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পূর্ব মমতাজ উদ্দীন আহমদ, যুগ্ম আহ্বায়ক পূর্ব খন্দকার আব্দুল বাকী, সুলেমান সরকার, আলী আশরাফ ভূঞা, সৈয়দ আবুল কাশেম, সিনিয়র

সদস্য মঈন উদ্দীন নটু পূর্ব, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম পূর্ব, সৈয়দ আব্দুল বাসিত পূর্ব, মোয়াজ্জেম হোসেন পূর্ব, মোঃ শাহজাহান টিপু পূর্ব, এস আর রুজী হোসেন পূর্ব, মোহাম্মদ বাদল পূর্ব, বিএনপি নেতা বেগ মিটু, সওকত চৌধুরী, আজিজুল হক মন্টু, আনসার আলী, আব্দুল মাজেদ, মোজাম্মেল হাসানসহ দলের প্রায় দেড় শতাধীক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ব্রঙ্কসের শাহজালাল দারুসসুন্নাহ জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সভাপতি হাফিজ ইবাদুর রহমান চৌধুরী।
বিএনপি ব্রঙ্কস ব্যুরো পশ্চিমের আহ্বায়ক মোঃ আনোয়ারুল আলম ভুইয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

CATEGORIES
Share This