নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। গত ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক সহ বিভিন্ন সংগঠন ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে।পূজা উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন ও মন্দিরগুলি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে এর মধ্যে ছিল পূজা, অঞ্জলি, আরাধনা, আরতি, যজ্ঞ, সন্ধি পূজা, সাংস্কৃতিক অনুষ্টান। সংগঠন ও মন্দির কমিটি পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও আকর্ষণীয় করতে ঢাকা ও কলকাতার বিভিন্ন জনপ্রিয় শিল্পী, কলাকুশলীও এনে ছিলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক’র গুলশান ট্যারেসে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস।
সনাতন হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শারদীয় পূজার প্রায় এক মাস আগ থেকেই পূজার প্রস্তুতি নেয় মন্দির ও সংগঠনগুলো।