নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজে ২৩ মার্চ শনিবার রাতে জমজমাট সেহেরি পার্টি অনুষ্ঠিত হয়েছে। শনিবার মধ্যরাতে রোজাদার মুসলমানদের মিলনমেলায় পরিণত হয় খলিল বিরিয়ানী হাউজ। রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে সেহেরি পর্ব।
চা, কফি, ডেজার্টসহ ২০ পদের তরকারি ছিল সেহেরি আয়োজনে। শেফ খলিলুর রহমান নিজ হাতে খাবার রান্না ও পরিবেশনের দায়িত্বে ছিলেন। তাকে সহায়তা করেন স্ত্রী রিমা আক্তার, পুত্র রাকিব ও একমাত্র কণ্যা শ্রাবণী। টেবিলে টেবিলে গিয়ে খলিল অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন। সকাল নাগাদ চলে আড্ডা। ব্যতিক্রমী সেহেরি আয়োজনের জন্য অতিথিরা শেফ খলিলুর রহমানকে ধন্যবাদ জানান।
এ সেহেরি পার্টিতে ভোজনবিলাসীদের বড় একটি অংশ যোগ দেয় কুইন্স থেকে। অনেকে রাত ১২টা থেকেই খলিল বিরিয়ানীতে অবস্থান করছিলেন। সেহেরি পার্টিতে অন্যান্যের মধ্যে ছিলেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুদার, ফরিদা ইয়াসমীন, সাংবাদিক নাজমুল আহসান, সাখাওয়াত হোসেন সেলিম, হাবিব রহমান, হাসানুজ্জামান সাকি, শাহাব উদ্দিন সাগর, শাহেদ আলম, দিদার চৌধুরী, কন্ঠ শিল্পী শাহ মাহবুব, লায়ন জেএফএম রাসেল, রকি আলিয়ান,জাকির চৌধুরী সিপিএ, রিয়েলটর নুরুল আজিম, আসাদুজ্জামান, আলমগীর খান আলম, আহসান হাবিব, জামাল হোসেন, এম ইসলাম মামুন, এম বি তুষার, মোজাফ্ফর হোসেন, নুরে আলম জিকু, সেলিম, সমিউল ইসলাম, এনামুল হক এনাম প্রমুখ।