নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলন; বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ, প্রবাসেও লাগাতার কর্মসূচি ঘোষণার পরিকল্পনা (ভিডিও সহ)
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র বিএনপি বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে। সরকারের পদত্যাগের দাবিতে প্রবাসেও তারা লাগাতার কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করছেন। ২০ নভেম্বর সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট জামাল আহমেদ জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি আনোয়ার হোসেন। পরিচালনায় ছিলেন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়।
এ সময় যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দীন, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ,শাহ আলম, শরীফ লস্কর, জাহাঙ্গীর সোহরাওয়ার্দি, সারোয়ার খান হারুন, শফিকুর রহমান, শাহাদত হোসেন রাজু, ফারুক চৌধুরী, খলকুর রহমান, জসিম উদ্দীন প্রমুখ।