Today Is- Saturday-10 May 2025

নিউইয়র্কে রোটারি ক্লাব অব হোপ এনওয়াই-এর জমজমাট চাঁদ রাত মেলা

নিউজ২৪ইউএসএ.কম , নিউইয়র্ক : নিউইয়র্কে রোটারি ক্লাব অব হোপ এনওয়াই-এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদ রাত মেলা। ঈদুল ফিতরের আগের দিন গত ২৯ মার্চ বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত জ্যামাইকার জেশন পার্টি হলে অনুষ্ঠিত হয় এ জমজমাট উৎসব। এ আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাসহ নানা আয়োজন। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। গভীর রাত পর্যন্ত চলে মনোজ্ঞ সব পরিবেশনা।
ক্লাবের সভাপতি কাজি জামিল আহমেদের উদ্বোধনী ভাষনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সুচনা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি রওনক আহমেদ উপস্থিত সকলকে স্বাগত জানান আর একে একে পরিচয় করিয়ে দেন হোপ নিউ ইয়র্ক রোটারী ক্লাবের উপস্থিত সদস্যদের। যাদের মধ্যে ছিলেন সেক্রেটারি সোহেল পারভেজ, নির্বাচিত সভাপতি তারেক আবদুল্লাহ, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রুবাইয়া রহমান, ফান্ড রেইজিং কমিটির ডিরেক্টর সানজানা তাসমিন, নির্বাচিত সেক্রেটারি ফয়সাল মাহমুদ, ক্লাব সার্ভিস ডিরেক্টর আতিকুর রহমান, সদস্য শান্তনু সাজ্জাদ, আরিফ আহমেদ, শায়লা আফতাব, শায়লা রশিদ, শামীম আহমেদ, সাদমান আহমেদ এবং নওশিন বারকো।
উৎসব.কম অনুষ্ঠানটি স্পন্সর করেছে। উৎসব.কম সিইও রায়হান জামান উপস্থিত থেকে অনুষ্ঠানটির আমেজ আরও বাড়িয়ে দিয়েছেন। কমিউনিটির আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে যোগ দেন।
ফ্যাশন শো সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীদের অসাধারণ পরিবেশনা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। ক্লাবের সদস্য সানজানা তাসমিনের পরিচালনায় আর শান্তনু সাজ্জাদের সঞ্চালনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ক্লাবের সেক্রেটারি সোহেল পারভেজ নিজেই সাউন্ড সিস্টেম পরিচালনার দায়িত্বে ছিলেন। সামিয়া সুলতানার নির্দেশনায় পরিবেশিত হয় অপূর্ব ফ্যাশন শো। ভিন্ন আমেজের এ উৎসব চলে গভীর রাত পর্যন্ত। দারুণভাবে উপভোগ করেন প্রবাসীরা। ঈদ আনন্দে মেতে ওঠেন তারা। মেহেদী উৎসবের পাশাপাশি লিসা’স হোম কুকিং সুস্বাদু খাবার, কাপড়, গয়নাগাটিসহ রকমারী স্টলও ছিল উল্লেখ করার মত। বর্ণিল এ মেলায় মেহেদী হাত রাঙানোর পাশাপাশি জামা-কাপড়, জুয়েলারী সহ বিভিন্ন সামগ্রীর স্টলে চলে ঈদ-কেনাকাটার ধুম। ছিলো ক্রেতাদের উপচে পরা ভীড়। মহিলাদের ভীড় ছিলো চোখে পড়ার মত। মেলা উৎসবে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
হোপ নিউ ইয়র্ক রোটারী ক্লাবের কমিউনিটি কার্যক্রমগুলোকে অব্যাহত রাখার উদ্দেশ্যে যে সকল অতিথি অনুদানের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লাব সদস্যরা। সেইসাথে তারা কমিউনিটির প্রয়োজন এবং বিনোদনের জন্যে নিরলস কাজ করে যাবার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

CATEGORIES
Share This