Today Is- Friday-09 May 2025

নিউইয়র্কে লং আইল্যান্ডে বাংলাদেশ মেলা ২৯ জুলাই শনিবার : নগর বাউল জেমস এর লাইভ কনসার্টসহ থাকবে বর্ণাঢ্য আয়োজন (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে লং আইল্যান্ডের বেবিলন টাউন হলে অনুষ্ঠিত হবে বাংলাদেশিদের প্রথম মেলা। আগামী ২৯ জুলাই শনিবার আয়োজিত এ মেলায় নগর বাউল জেমস এর লাইভ কনসার্টসহ থাকবে বর্ণাঢ্যসব অনুষ্ঠানমালা। লং আইল্যান্ডে বাংলাদেশি মেলার আয়োজকদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার ২০ জুলাই জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জানান হয়, এদিন দুপুর আড়াইটা থেকে মধ্যরাত অবধি চলা এই মেলায় নগর বাউল জেমস এর লাইভ কনসার্ট ছাড়াও থাকবে বাংলাদেশ থেকে আগত নায়ক-নায়িকা ও গায়ক-গায়িকাদের নানা পরিবেশনা। মূলধারার নির্বাচিত প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
মেলায় ফ্রি এডমিশন, ফ্রি কনসার্ট ও ফ্রি পার্কিং এর ব্যবস্থা থাকবে। র‌্যাফেল ড্র-তে থাকবে ব্রান্ড নিউ গাড়ি।
সংবাদ সম্মেলনে জানান হয়, মেলাটিকে স্মরণীয় করে তুলতে গঠন করা হয়েছে একটি শক্তিশালী কমিটি। এ কমিটির কনভেনর হচ্ছেন মূলধারার রাজনীতিক, ফোবানার চেয়ারম্যান ও জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, কো কনভেনর হিসেবে রয়েছেন লায়ন আসেফ বারী টুটুল, ডা. মাসুদুর রহমান, মোহাম্মদ মহসীন, মিয়া আলীম পাখি ও তারেক হাসান খান, চীফ কো অর্ডিনেটর রাজনীতিক গোলাম ফারুক শাহীন এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন তরুণ প্রজন্মের প্রতিনিধি রিয়াজ মাহমুদ। মেলার কালচারাল ইভেন্টের চেয়ারম্যান হচ্ছেন ইশতিয়াক আহমেদ রুমি।
সংবাদ সম্মেলনে কমিটির কর্মকর্তারা ছাড়াও আরও উপস্থিত ছিলেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জেবিবিএ’র সহ সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।
মেলার আয়োজকদের পক্ষ থেকে জানান হয়, লং আইল্যান্ডে প্রায় ২০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। তাদের দীর্ঘ পথ ও ট্রাফিক পাড়ি দিয়ে সিটিতে মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানে আসতে হয়। এবার এ ধরণের অনুষ্ঠান লং আইল্যান্ডবাসীর দোড়গোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে। এই মেলায় প্রায় ৫ থেকে ৮ হাজার বাংলাদেশি অংশ নেবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, লংআইল্যান্ডে বসবাসরত বাংলাদেশি নতুন প্রজন্মের কাছে দেশের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে যাওয়া হচ্ছে। এবারের মেলায় পারফর্ম করা নগর বাউল জেমস নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

CATEGORIES
Share This