Today Is- Wednesday-07 May 2025

নিউইয়র্কে শোটাইম মিউজিকের বৈশাখী মেলা ও বাংলা নববর্ষবরণ

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক , নিউইয়র্ক : নিউইয়র্কে শো টাইম মিউজিক আয়োজিত বৈশাখী মেলা ও নতুন বর্ষবরণ-১৪৩২ অনুষ্ঠান গত ১২ এপ্রিল জ্যামাইকার মেরি লুইস একাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা নাচ ও গানের মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে বরণ করেন নেন।
অনুষ্ঠান প্রাঙ্গন মেরি লুইস একাডেমীতে উপচেপড়া প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি বলে দেয় প্রবাসে থেকেও মানুষরা প্রাণের উৎসব, লোকজ উৎসব এবং ভালোবাসার উৎসব বৈশাখীকে ভুলে যায়নি।
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর এবং প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক শাহ নেওয়াজ। ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম। অনুষ্ঠানের অন্যদের মধ্যে আহ্বায়ক আব্দুর রশিদ বাবু এবং সদস্য সচিব তরিকুল ইসলাম মিঠুসহ অনেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কমিউনিটি এক্টিভিস্ট নাসির আলী খান পল, কাজী শাখাওয়াত হোসেন আজম, আহসান হাবীব, আবু তালেব চৌধুরী চান্দু, সাংবাদিক আকবর হায়দার কিরন, ফাতেমা নাজনীন প্রিসিলা প্রমুখ।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর এনওয়াইএসএডিসি, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, খলিল বিরিয়ানি হাউজের কর্ণধার মো. খলিলুর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলায়মান, মোহাম্মদ কাদের, মোহাম্মদ খালেক, হাসান জিলানী, লিটু চৌধুরী, ইশতিয়াক রুমি, মো. তুহিন, আহসান হাবীব, মোহাম্মদ আবুল কাশেম, বারী হোম কেয়ার, ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, বাংলা ট্রাভেলস, মাছওয়ালা ও এমএস গ্লোবাল।
অনুষ্ঠানে রানু নেওয়াজ, প্রতীক হাসান, শামীম সিদ্দিকী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথী, অনিক রাজ, কামরুল ইসলামসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
শোটাইম মিউজিকের ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল কবির খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থাপনা করেন শারমিনা সিরাজ সোনিয়া।
বাংলা নববর্ষবরণ অনুষ্ঠান সফল করায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত থেকে শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম নিউইয়র্কবাসী এবং পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

CATEGORIES
Share This