Today Is- Monday-18 Nov 2024

নিউইয়র্কে ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা অনুষ্ঠিত (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বইমেলা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর শনিবার শো টাইম মিউজিকের আয়োজনে ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের ব্যবস্থাপনায় জামাইকাস্থ ‘দ্য ম্যারি লুইস একাডেমি’তে এই মেলা অনুষ্ঠিত হয়। দিনভর বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিউইয়র্কে বসবাসরত ৫ শতাধিক প্রবাসী বাংলাদেশি এতে বিভিন্ন পর্বে অংশ নেন। এবারের মেলার প্রধান আর্কষন ছিলেন যাদু শিল্পী জুয়েল আইচ। সম্মেলনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, অতিথি জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু, বেলাল বেগ, ছড়াকার লুৎফর রহমান রিটন, জিনাত নবী, ফরহাদ হোসেন ও মাজহারুল ইসলাম সহ অতিথিরা দিনভর সম্মেলনে উপস্থিত ও নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
হলুদ হিমুদের পাশে মেয়েরাও হলুদ শাড়ি পরে সম্মেলনে অংশ নিয়ে সম্মেলনের পুরো হিমুময় করে তোলে। ছোট ছোট শিশু কিশোররাও হলুদ পোশাকে সেজেগুজে মুলমঞ্চে চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেয়। ফারজিন রাকিবা, ডা. আইনুন নাহার রলি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা দেখভাল করেন। নেলী ইসলাম, ছন্দা সুলতান ও শাহীন দিলওয়ারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়ার আসর বসে। এবিএম সালেহ উদ্দিন পরিচালনা করেন বই পরিচিতির আসর। লেখক হুমায়ুন আহমেদ: আমার ভালো লাগা অনুষ্ঠান পরিচালনা করেন মাকসুদা আহমেদ। সহযোগিতায় ছিলেন নেলী ইসলাম। বেনজির সিকদার রচিত পুঁথি পাঠ করেন মৃদুল আহমেদ।
রাইটার্স ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সদস্য সচিব খালেদ সরফুদ্দিন। হুমায়ুন সাহিত্যেের সৌরভ শীর্ষক আলচনায় অংশ নেন কৌশিক আহমেদ, জ্যোতিপ্রকাশ দত্ত ও ড. নুরুন নবী। সঞ্চালনা করেন মনজুর কাদের। শিশু কিশোদের অংশগ্রহণে ‘আমাদের প্রজন্ম আমাদের অহঙ্কার’ সঞ্চালনা করেন আবু সাইদ রতন। হুমায়ূন আহমেদের শিশুতোষ গল্প পাঠ ‘গল্পে গল্পে হুমায়ুন’ পর্বে গল্পদিদিমনি সাবিনা নিরু শিশুদের সাথে গল্পের আসর জমান। শিশুদের মাঝে পুরস্কার বিতরন করেন লুৎফর রহমান রিটন, জুয়েল আইচ, ড. নুরুন নবী, কৌশিক আহমেদ ও পূরবী বসু।
আবৃত্তির অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এইচ আরজু। “গীতিকার হুমায়ুন আহমেদ’ বিষয়ে আলোচনা করেন বেলাল বেগ। সঞ্চালনা করেন শাহ ফিরোজ। মুমু আনসারী ও নাহরীন ইসলামের যুগল কন্ঠ ‘জাগো বাহে কুনঠে সবাইকে চমৎকৃত করেছে। ফরিদা ইয়াসমিন ও শামীম আরা বেগমের তত্বাবধানে ও মার্জিয়া স্মৃতির কোরিওগ্রাফিতে বাফার ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে।
‘হুমায়ুন ঘনিষ্ঠদের স্মৃতিচারন’ অনুষ্ঠান সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম। অংশ নেন জুয়েল আইচ, পুরবী বসু, লুৎফর রহমান রিটন ও ফরহাদ হোসেন। এই পর্বে জুয়েল আইচের চমৎকার কথা ও যাদূতে দর্শকবৃন্দ বিমোহিত হন। সঙ্গীত পরিবেশন করেন এস আই টুটুল, সেলিম চৌধুরী, কৃষ্ণা তিথি, চিত্রা রোজারিও, লিয়ানা মানহা, বাঁধ ও তাসকিনুল হক। যুগলবন্দি করেন শান্তনু সাজ্জাদ ও ডা. আইনুন নাহার রলি। মেলায় নালন্দা, রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র, সময় প্রকাশন, অন্য প্রকাশ, পঞ্চায়েত, ছড়াটে সহ বিভিন্ন প্রকাশনা সংস্হা ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে।
ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা ২০২৩ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ও বাংলাদেশ রাইটার্স ক্লাবের মিশুক সেলিমসহ অন্যান্যরা।
বিশ্বখ্যাত জাদুশিল্পী শিল্পী মুক্তিযোদ্ধা জুয়েল আইচ তার গুরু গম্ভীর বক্তব্যের ফাঁকে ফাঁকে শ্রোতাদের কিছুটা হালকা করার জন্য যাদু দেখাচ্ছিলেন। আলোচনার শুরুতেই হল ভর্তি মানুষকে মনস্তাত্ত্বিক বক্তব্য দিয়ে আবেগ ও সম্মেহিত করে ভিন্ন মাত্রায় নিয়ে যান। এরপর হুমায়ূন আহমেদের সাথে দীর্ঘ স্মৃতি চারণ করেন। জুয়েল আইচ বলেন, মানুষ তাঁর হাসির সমান সুন্দর, স্বপ্নের সমান বড়, আর তার কাজের সমান সফল। তিনি বলেন, বিখ্যাত মানুষ দেখলেই সেলফোনে ছবি তোলার পরিবর্তে উল্লিখিত তিনটি অনুশীলন দ্বারা বরং নিজেই বিখ্যাত হওয়ার দিকে আমাদের সবাইকে মনোনিবেশ করতে হবে।
এ সময় জাদুকর জুয়েল আইচ হুমায়ূনের ১৪ লাউ ও রশি লাগানো ৭ বোতল ওয়াইনের গল্পও শোনালেন। তুলে ধরলেন, ৪২ রকমের মাছ দিয়ে মধ্যাহ্ন ভোজ কিংবা ডিনার করানোর স্মৃতি। একটি দেয়ালের ব্যবধানে তাদের বাস হলেও বেলকুনিতে নানা খুনশুটির গল্পের শেষ নেই। এমনই নানা স্মৃতিচারন নিয়ে জুয়েল আইচ ঘন্টাব্যাপী হুমায়ুনের কথা বলছিলেন। মানবিকতা ও সরলতায় কালজয়ী পাঠকপ্রিয় লেখকের কথা বলতে বলতে তিনি আবেগ প্রবন হয়ে উঠছিলেন। প্রসংগক্রমে টেনে আনছিলেন অভিনেতা হুমায়ুন ফরিদীর কথাও। যাদুকর জুয়েল আইচ অভিনেতা ফরিদীকে বিশ্বের অন্যতম সেরা অভিনেতা হিসেবে অভিহিত করেন। এ সময় হলের দর্শকরা করতালি দিয়ে তাকে সর্মথন জানান।
প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির সাথে জড়িত অধিকাংশ মানুষই উপস্থিত ছিলেন মেলায়। উপস্থিত দর্শকরা রাইটার্স ক্লাব ও শো টাইম মিউজিকের হুমায়ূন সম্মেলন ও বই মেলার প্রসংসা করেন। বৈরি আবহাওয়াতেও পরিচ্ছন্ন একটি সম্মেলন উপভোগ করলো প্রবাসীরা। আগামী বছর তিনদিনব্যাপি হুমায়ুন সম্মেলন আয়জন এবং বাংলাদেশ থেকে আরো প্রকাশদের অংশগ্রহণের অঙ্গীকারের মধ্যে দিয়ে ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা ২০২৩ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

CATEGORIES
Share This