নিউইয়র্কে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র নির্বাচনে ফিরোজ-আলমগীর পরিষদ পুরো প্যানেলে বিজয়ী
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের অন্যতম বৃহত্তম সংগঠন সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র নির্বাচনে ফিরোজ-আলমগীর পরিষদ পুরো প্যানেলে বিজয়ী হয়েছে। প্রতিদ্বন্দ্বি প্যানেল এমলাক-আমজাদ প্যানেলের প্রার্থীদের চেয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ ভোটের ব্যবধানে ফিরোজ-আলমগীর প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
২৯ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে রাত ১১টা অবধি ব্রুকলিনের কেনিংস্টনস্থ পিএস ১৭৯ স্কুলে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে বিজয়ী ফিরোজ আহমেদ পেয়েছেন ১৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমলাক হোসেন ফয়সল পেয়েছেন ১৪২৬ ভোট। সাধারন সম্পাদক প্রার্থী হোসাইন আলমগীর পেয়েছেন ১৭৪০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি আমজাদ হোসাইন পেয়েছেন ১৪৫০ ভোট। ফিরোজ- আলমগীর প্যানেলের অন্যান্য বিজয়ী প্রার্থীরা হলেন মনজুর কাদের সোহাগ (সিনিয়র সহ সভাপতি), আব্দুল মান্নান (সহ সভাপতি), আলমগীর হোসাইন (সহ সভাপতি), আব্দুস সালাম লাবু (সহ সভাপতি), ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন (যুগ্ম সাধারন সম্পাদক), জসিম উদ্দীন (সাংগঠনিক সম্পাদক), আলাউদ্দীন ফারুক (সহ সাংগঠনিক সম্পাদক), আনোয়ারুল ইসলাম (কোষাধ্যক্ষ), মুহাম্মদ সোহেল (সহ কোষাধ্যক্ষ), নাজিম উদ্দীন সুজন (সমাজ কল্যান সম্পাদক), ফরহাদ হোসেন (শিক্ষা ও সাহিত্য সম্পাদক), নাজিম উদ্দীন (ক্রিড়া ও স্বাস্থ্য সম্পাদক), মুহাম্মদ আরিফ (প্রশিক্ষন ও কর্মসংস্থান সম্পাদক), ইমরুল হাসান আরফান (প্রচার সম্পাদক), আজমীর হোসাইন (দফতর সম্পাদক) , আরিফুজ্জামান (আইন বিষয়ক সম্পাদক) ও রেহান উদ্দীন সোহেল (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক)।
রোববার ২৯ অক্টোবর সকাল ৯টা থেকে রাত ১১টা অবধি ব্রুকলিনের কেনিংস্টনস্থ পিএস ১৭৯ স্কুলে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ৫০২৪ জন ভোটারের প্রায় ৩২০০ ভোট প্রদান করেন। রাত সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার মোস্তাক হায়দার প্রায় ৫ শতাধিক সন্দ্বীপবাসীর উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর বিজয়ী সভাপতি ফিরোজ আহমেদ বিজিত প্রার্থী এমলাক হোসেন ফয়সলকে বুকে জড়িয়ে কোলাকুলি করেন।
ফিরোজ আহমেদ কমিউনিটিতে পরিচিত মুখ। জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সিনিয়র নেতা। ফোবানার এক্সিকিউটিভ কমিটির কোষাধ্যক্ষ। নির্মান ব্যবসায়ী ফিরোজ আহমেদ কমিউনিটি বিভিন্ন কল্যানমূলক কর্মকান্ডে প্রত্যক্ষভাবে জড়িত।