Today Is- Monday-25 Nov 2024

নিউইয়র্কে ‘সাপ্তাহিক খবর’র প্রকাশনা অনুষ্ঠান ৩১ মে শুক্রবার (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে ‘সাপ্তাহিক খবর’র প্রকাশনা অনুষ্ঠান আগামী ৩১ মে শুক্রবার। খবর মিডিয়া ইউএসএ নিউইয়র্ক থেকে ‘খবর’ নামে এ সাপ্তাহিক পত্রিকা প্রকাশের প্রস্তুতি নিয়েছে। সাপ্তাহিক খবরের প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বেলায়েত হোসাইন বেলাল এবং সম্পাদক হিসেবে থাকছেন সাংবাদিক ফরিদ আলম। ২০ মে জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে খবর মিডিয়া এক প্রেস কনফারেন্সে এই প্রকাশনা নিয়ে বিস্তারিত জানায়।
‘সাপ্তাহিক খবর’র সম্পাদক ফরিদ আলমের পরিচালনায় প্রেস কনফারেন্সে পত্রিকার প্রকাশক ও সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মেদ বেলায়েত হোসাইন বেলাল বলেন, ‘খবর’ নামটির সাথে মানুষ প্রায় অর্ধ শতাব্দী থেকে পরিচিত। বাংলাদেশে এখন শুধু খবর নামে কোনো পত্রিকা প্রকাশ হয় না। কিন্তু ঐতিহ্যবাহী সেই ‘খবর’ নামেই নিউইয়র্ক থেকে ছাপার কাগজে খবর প্রকাশ করার আয়োজন প্রায় শেষ করে এনেছে। খবর মিডিয়া আগামী ৩১ মে শুক্রবার রাত ৮ টায় উডসাইডের গুলশান ট্যারেসে প্রকাশনা অনুষ্ঠান হবে।
বেলায়েত হোসাইন বেলাল আরো বলেন, এরই মধ্যে আমরা জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ডাইভারসিটি প্লাজার পাশে কিং প্লাজার দ্বিতীয় তলায় একটি সুপরিসর অফিস স্থাপন করেছি। এই অফিসে একসঙ্গে অন্তত চারজন কাজ করতে পারবেন। দেশের খবরাখবর নিজস্ব মাধ্যমে পাওয়ার সুবিধার্থে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনেও একটি বৃহৎ অফিস ভাড়া করা হয়েছে। একজন সিনিয়র সাংবাদিকের নেতৃত্বে সেখানে চারজন সংবাদ সংগ্রহ করবেন। গ্রাফিক্স ডিজাইনের জন্য আমরা আরো চারজন অভিজ্ঞ ডিজাইনারকে নিয়োগ দিয়েছি। তিনি বলেন, বাংলাদেশের টেলিভিশন ও পত্রিকা জগতের স্টার সাংবাদিক ফরিদ আলম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। আশা করি সম্পাদক ফরিদ আলমের সুদক্ষ নেতৃত্বে সাপ্তাহিক খবর ভিন্নমাত্রা আনবে। তিনি বলেন, সাপ্তাহিক খবর কোনো দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। কমিউনিটির স্বার্থে যা করা প্রয়োজন তাই প্রকাশ করবে। আমাদের নীতি হবে প্রবাসনীতি। প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার সংবাদ করবে খবর। খবর হবে প্রবাসী বাংলাদেশিদের পত্রিকা। তবে সবকিছুর ঊর্ধ্বে আমরা দেশের স্বার্থ দেখবো। সম্পাদক ফরিদ আলমও প্রেস কনফারেন্সেবক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রকাশনা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন জানিয়েছেন তারা।

CATEGORIES
Share This