নিউইয়র্কে সারাহ হোম কেয়ার ইউএসএ ব্রঙ্কস শাখার বর্ণিল উদ্বোধন (ভিডিও সহ)
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান সারাহ কেয়ার ইউএসএ ব্রঙ্কস শাখার গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ১২ নভেম্বর রোববার। এদিন সন্ধায় ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি হলে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয় বর্ণিল অনুষ্ঠানমালার। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেক ও ফিতা কেটে ব্রঙ্কস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্প্রতি ব্রঙ্কসের ২১৪৮ স্টারলিং-বাংলাবাজার এভিনিউতে সারাহ কেয়ার ইউএসএ ব্রঙ্কস শাখা অফিসের যাত্রা শুরু হয়।
সারাহ কেয়ার ইউএসএ’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ডা. শাহজাদী পারভীন সারাহর সভাপতিত্বে এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক ও ডাইরেক্টর এডভোকেট রিদওয়ানা সেতুর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ডা. জিসি পাটেল।
বর্ণিল এ আয়োজনে সারাহ হোম কেয়ারের সেবা গ্রহণকারী, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সারাহ কেয়ার ইউএসএ’র প্রেসিডেন্ট ডা. শাহজাদী পারভীন সারাহ প্রতিষ্ঠানটি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সারাহ হোম কেয়ার ইউএসএ’র ক্রমবর্ধমান প্রসারে সহযোগীতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আপনজনের সেবা করে ঘরে বসে বিপুল অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে সারাহ কেয়ার ইউএসএ। প্রতিষ্ঠানটি কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে দক্ষতা ও নিষ্ঠার সাথে। তিনি বলেন, সারাহ কেয়ার ইউএসএ দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা প্রদান সহ স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ পেমেন্ট প্রদান করছে। তিনি নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত সব এলাকায় সারাহ হোম কেয়ার ইউএসএ’র সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সারাহ কেয়ার ইউএসএ’র এক্সিকিউটিভ ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক ও ডাইরেক্টর এডভোকেট রিদওয়ানা সেতু তাদের বক্তব্যে বলেন, সারাহ হোম কেয়ার ইউএসএ’র সাফল্যের ধারাবাহিকতায় ব্রঙ্কসবাসীর সুবিধার্থে স্থাপন করা হয়েছে ব্রঙ্কস শাখা। এজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। তারা বলেন, বাঙালী পরিচালনায় হোম কেয়ার সেবা প্রদানকারী সারাহ কেয়ার ইউএসএ’র ব্রঙ্কস শাখার মাধ্যমে ব্রঙ্কসবাসী হাতের নাগালেই পাবেন গুরুত্বপূর্ণ আর্থিক ও স্বাস্থ্য সেবা। ব্রঙ্কস শাখার উন্নয়নে কমিউনিটির আশীর্বাদ এবং সহযোগিতা প্রত্যাশা করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি কৃজ্ঞতা জানান তারা।
শুভেচ্ছা প্রদানকারী বক্তারা সারাহ কেয়ার ইউএসএ’র ব্রঙ্কস শাখা অফিস প্রতিষ্ঠার জন্য এক্সিকিউটিভ ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক ও ডাইরেক্টর এডভোকেট রিদওয়ানা সেতুকে ধন্যবাদ জানিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে সারাহ কেয়ার ইউএসএ’র কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা লিয়াকত আলী, সোলায়মান, আনোয়ার জাহিদ, লিটন, কোজিনুর ও শিউলীকে সম্মাননা উপহার প্রদান করা হয়। বিশিষ্ট ব্যক্তিদের উত্তরিয় পরিয়ে সম্মানিত করা হয় সারা হোমকেয়ারে তাদের বিশেষ অবদানের জন্য।
পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আলী মাহমুদ ও ন্যান্সী। নৃত্য পরিবেশন করে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস – বাফার শিল্পীরা। তারা মনোমুগ্ধকর নাচে গানে মাতিয়ে রাখেন উপচেপড়া হলভর্তি দর্শক-শ্রোতাদের।
এদিকে, সারাহ কেয়ার ইউএসএ’র ব্রঙ্কস শাখায় হোম কেয়ার সেবার জন্য যোগাযোগের অনুরোধ জানিয়েছেন শাখা ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. আব্দুল খালেক ও ডাইরেক্টর এডভোকেট রিদওয়ানা সেতু। ফোন: ৯১৭-৬৬৭-৭৩২৪ এবং ৩৪৭-৯৬৮-৮৪৯৯।