Today Is- Wednesday-22 Jan 2025

নিউইয়র্কে স্টেট বিএনপি এবং জ্যাকসন হাইটস এলাকাবাসির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত (ভিডিও সহ)

>br?<

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৩০ মে বৃহস্পতিবার নিউইয়র্ক স্টেট বিএনপি এবং জ্যাকসন হাইটস এলাকাবাসির উদ্যোগে দুটি দোয়া-মাহফিল ও খাবার বিতরণের কর্মসূচি পালিত হয়েছে। জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিঊল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমানের সঞ্চালনায় প্রয়াত জিয়াউর রহমানের জীবন-কর্ম আলোকে অনুষ্ঠিত সমাবেশের উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ।
আলোচনা সমাবেশে প্রধান অতিথি ছিলেন  বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং বিশেষ অতিথি ছিলেন জিল্লুর রহমান জিল্লু। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথির মধ্যে আলোচনায় আরও অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেতা কাজী আসাদুল্লাহ, স্টেট বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মো আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন এবং সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সমাবেশের আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব দেওয়ান কাউসার, যুগ্ম আহবায়ক মো আশরাফ হোসেন, প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবীর, সমন্বয়কারী মাইনুল করিম টিপু, যুগ্ম সদস্য সচিব এম এ কাইয়ুম প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন ওয়াহেদ আলী মন্ডল, আনিসুর রহমান, মনির হোসেন, আনোয়ার হোসেন, মীর মশিউর রহমান, এ আর মাহবুব চেয়ারম্যান, জাফর তালুকদার, জিয়াউল হক মিশন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন ভিপি।
আলোচনা সমাবেশে জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিঊল্লাহ আতিকুর রহমান।
একইদিন দুপুরে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে নবান্নপার্টি হলের সামনে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

CATEGORIES
Share This