Today Is- Friday-15 Nov 2024

নিউইয়র্কে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র’’র উৎসবমুখর অভিষেক (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেয়েছে প্রবাসে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক’র বর্ণিল অভিষেক। গত ২৬ নভেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এ অভিষেকে সংগঠনের সাময়িকী প্রকাশনাও অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের বিদায়ী ও নব নির্বাচিত সভাপতি মো: আজদু মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক রোকন হাকিম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মানিক ও অভিষেক কমিটির সদস্য সচিব ইমরান আলী টিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লং আইল্যান্ড বোর্ড অব রিয়েলেটারস’র ডিরেক্টর, ন্যাশনাল এসোসিয়েশন অব রিয়েলেটরস নিউইয়র্ক স্টেট এসোসিয়েশন অব রিয়েলের্টস’র স্টেট এন্ড লোকাল পলিসি মেকার রব চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জালালবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর সভাপতি বদরুল হোসেন খান, বাংলাদেশ সোসাইটি ইনক ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, কমিউনিটি বোর্ড মেম্বার ডিস্ট্রিক্ট-৪ ফখরুল ইসলাম দেলোয়ার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক সিনিয়র পাইলট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক।
এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার ও সাবেক সভাপতি শাহ ফয়েজ উদ্দিন ফজলু, নির্বাচন কমিশনার ও লাখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি ও সাময়িকী হৃদয়ে হবিগঞ্জ’র সম্পাদক মোঃ শফিউদ্দিন তালুকদার, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক এর সাবেক সহ-সভাপতি হাজী আব্দুল মছব্বির, হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মিয়া মোঃ আছকির, মূলধারার রাজনীতিক হাসান আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদায়ী কমিটির ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন। সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি হবিগঞ্জ প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নাসির উদ্দিন।
২০২৩-২০২৫ সালের ১৯ সদস্যের কার্যকরী কমিটির অভিষিক্তরা হলেন : সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার, সহ-সভাপতি আতাউর রহমান ও সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মানিক, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু, কোষাধ্যক্ষ রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আলী খান জুনেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মোশাররফ হোসেন, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সৈয়দ জিয়াউল হাসান আসাদ, ক্রীড়া ও যুব সম্পাদক জহির আহমেদ রাহুল, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মোঃ আব্দুল গনি, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা আফরিন, কার্যকরি সদস্য মোঃ সফি উদ্দিন তালুকদার, রোকন হাকিম, রেজাউল আজাদ ভুইয়া রিজু, মোঃ আব্দুল মান্নান সিকদার, সাইফুল আলম মিলন, আশফাকুল হক চৌধুরী ও রাজিব চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের আহবায়ক ছিলেন মো: রেজাউল আজাদ ভূঁইয়া রিজু, বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ টিপু, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, প্রথম আলোর প্রতিনিধি শেখ শফিকুর রহমান, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, কমিউনিটি এক্টিভিষ্ট জালাল চৌধুরী প্রমুখ। কবি মোঃ আবু তাহের চৌধুরী স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, হেলাল উদ্দিন চৌধুরী, আব্দুল খালেক, মোসÍফা কামাল, ইকবাল হোসেন, মোঃ ছুরত আলী মাষ্টার, আবু আবদাল, নাহরীন মাল্টী সার্ভিসেস ইনক’র স্বত্বাধিকারী মোশারফ চৌধুরী, সৈয়দ জুবায়ের আহমেদ, হবিগঞ্জ চেম্বারস অফ কমার্সের সাবেক সদস্য শামসুল হক, কমিউনিটি এক্টিভিষ্ট তামিম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে হৃদয়ে হবিগঞ্জ নামে সাময়িকীর মোড়ক উন্মোচন করা হয়। সাময়িকীটি সম্পাদক মোঃ সফি উদ্দিন তালুকদার অতিথিদের সাথে নিয়ে সাময়িকীর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রব চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। নব নির্বাচিত কর্মকর্তাদেরও ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এসময় নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের সাফল্য কামনা করে রব চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রে নিজেদের সংস্কৃতি তুলে ধরার প্রয়াসসহ এলাকার মানুষের কল্যাণে আপনাদের কার্যক্রম অবশ্যই প্রশংসনীয়। তিনি যুক্তরাষ্ট্রে এবং হবিগঞ্জে শিক্ষা ও সমাজ কল্যাণ মুলক কাজে আরো নিবেদিত হওয়ার জন্য নতুন কার্যকরি কমিটিকে আহবায়ন জানান। সংগঠনের সকল ভাল কাজের সঙ্গে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন, আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করলে অবশ্যই সফল হওয়া যায়।
বিদায়ী সাধারণ সম্পাদক রোকন হাকিম তার বক্তব্যে বলেন, ২০২১-২০২৩ কার্যনির্বাহী কমিটিসহ সমিতির উপদেষ্টা মন্ডলীর সহযোগিতায় বিগত দুটি বছর হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতিকে এগিয়ে নিতে চেষ্টা করেছি। এসময়ে উল্লেখযোগ্য কর্মকান্ডের মধ্যে ছিল ২০২১ সালে নবীগঞ্জ উপজেলায় সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদারের উপস্থিতিতে বন্যা দুর্গতদের মধ্যে দু’টি ঘর হস্তান্তর করা হয়। হবিগঞ্জের বিশিষ্টজনদের মধ্যে বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র সাবেক বোর্ড অফ ট্রাস্ট্রি এটর্নি মঈন চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। মহান স্বাধীনতা দিবস উদযাপন, ইফতার ও দোয়া মাহফিল এবং ২০২১ সালে হবিগঞ্জের সর্ববৃহৎ বার্ষিক বনভোজন, জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইনক’র আয়োজনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে অংশগ্রহণ করা হয়। রোকন হাকিম তার বক্তব্যে বলেন, আমার বাংলাদেশ সফরকালীন কার্যকরী পরিষদের অনুদানে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদ হলে ৩০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ড. মুশফিক চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিমসহ হবিগঞ্জের অনেক বিশিষ্টজন। ২০২৩ সালে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সর্ববৃহৎ ইফতার মাহফিল ও প্রথমবারের মতো ওয়েস্টচেস্টার কাউন্টির গ্লেন আইল্যান্ড পার্কে বার্ষিক বনভোজন করতে সক্ষম হই। এই বার্ষিক বনভোজনে আহবায়ক মোহাম্মদ আতাউর রহমানের বিশেষ সহযোগিতায় প্রথমবারের মতো হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি বার্ষিক বনভোজন থেকে আয় করতে সক্ষম হয়। ৪৩ ডলার নিয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করি। আশা করছি আমরা বিদায়কালীন নবনির্বাচিত কমিটিকে প্রায় ৫০০০ ডলার ব্যাংক ব্যালেন্স হস্তান্তর করতে সক্ষম হব।
বিদায়ী সাধারণ সম্পাদক কার্যকরী পরিষদ, উপদেষ্টামন্ডলী এবং সকল সদস্যসহ হবিগঞ্জবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বিগত দুটি বছর সমিতি চালাতে কোথায় ভুল ত্রুটি হয়ে থাকলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা এবং নতুন কার্যকারী কমিটিকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নব নির্বাচিত সভাপতি মোঃ আজদু মিয়া তালুকদার ও নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন মানিক তাদের বক্তব্যে সংগঠনের সাফল্যের জন্য বিদায়ী কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তারা সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, হবিগঞ্জে কন্যা দায়গ্রস্তদের জন্য যে কর্মসূচি চালু আছে তা সম্প্রসারণের চেষ্টা করা হবে। তারা সংগঠনের দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইনকের সাধারণ সভায় ২০২৩-২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়।

CATEGORIES
Share This