Today Is- Friday-15 Nov 2024

নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচী ও থ্যাংকসগিভিং ডে উদযাপন (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের ফ্রি টিকাদান কর্মসূচি ও থ্যাংকস গিভিং ১৯ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের একাদশ বর্ষের ১৮তম ফ্রী ফ্লু টিকাদান কর্মসূচি ওইদিন ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক, বাংলাদেশী আমেরিকান নেশনাল ডেমোক্রেটিক সোসাইটির সভাপতি মো: সোলায়মান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তপন কুমার সেনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা হোম কেয়ার ও আশা অ্যাডাল্ট ডে কেয়ারের সত্বাধিকারী আকাশ রহমান, বিশেষ অতিথি ছিলেন এসা রহমান, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, সেলিমা আজাদ, কাদের মিয়া, রফিকুর রহমান।
সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাহানারা আলী, রিনা আবেদীন, ফৌজিয়া ইয়াছামিন, আসমা আক্তার, হৃদয় মিয়া, জুনান সানি, সালমা জাহান, শামসুন নাহার, পারভিন আক্তার, ব্যারিস্টার সবুজ মিয়া প্রমুখ।
মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের উদ্যোগে Aetna Medicare solutions, রিয়েল স্টেট ইনভেস্টর নুরুল আজিম, আশা হোম কেয়ার, বারী হোম কেয়ার, মনি হোম কেয়ার, বেস্ট হোপ রিয়েলটি , মা ট্রাভেল এজেন্সি ও ওয়ালগ্রীন ফার্মাসির স্পন্সরশিপে এই কর্মসূচি অনষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে ওয়ালগ্রীন ফার্মেসী ম্যানেজার কর্টিজা শাহ ও ফার্মেসী টেকনিশিয়ান হাসিনা আক্তার টিকার ইনজেকশন প্রদান করেন।
সংগঠনটির সভাপতি মোঃ সোলায়মান আলী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু র পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর শীতকালে উত্তর আমেরিকায় হাজারেরও অধিক মানুষ এই সিজনাল ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। মানুষ মানুষের জন্য শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের তাই এই মহতী উদ্যোগ গত ১১বছর ধারাবাহিকভাবে পালিত হচ্ছে। কোভিট কালীন সময়ে এই ভ্যাকসিন অধিক কার্যকরী ভূমিকা পালন করে বলে মতামত দেন বিশেষজ্ঞরা। প্রতি বছর শীতকালীন সময়ে ফ্লু ভাইরাসের ব্যপক আবির্ভাব ঘটে। যাদের ইন্সুরেন্স আছে তারা নিজ নিজ প্রাইমারি কেয়ার ডাক্তারের ক্লিনিক থেকে এই টিকা নিতে পারেন। আমাদের এই কর্মসূচি যাদের ইন্সুরেন্স নেই, তাদের জন্য বিশেষ উপকারে আসে। তাছাড়াও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রাদুর্ভাব বার্তা জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রতিষেধক এই টিকা নিজে নিন ও অন্যকে উৎসাহিত করূন তাই এই প্রতীকী ক্যাম্পেইন। কমিউনিটিতে এই কর্মসূচিকে ফলপ্রসূ করতে সাংবাদিক, সমাজসেবী, শিল্পী, সাহিত্যিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোঃ সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক তপন কুমার সেন। টিকাদান ক্যাম্পেইন বা এর প্রয়োজনীয়তা কমিউনিটিতে ব্যাপক আশাতীত সতস্ফুর্ত উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির করে প্রায় শতাধিক লোক টিকা গ্রহণ করেন।
সকলের সার্বিক সহযোগিতায় ও পৃষ্ঠপোষকতায় সফল ভাবে শীতের দুধ চিতই পিঠা, টার্কি, নানকাবাব, সিঙ্গারা সহ রকমারি খাবার পরিবেশনে অগ্রিম থ্যাংক গিভিং উৎযাপন করা হয়। সার্বিক সযোগিতায় ও পৃষঠপোষকতায় সকলের কাছে কৃতজ্ঞ আয়োজকবৃন্দ ।

CATEGORIES
Share This