Today Is- Monday-19 May 2025

নিউইয়র্কে ৯৩ ইউএসএ’র আনন্দঘন ও উৎসবমুখর বার্ষিক বনভোজন (ভিডিও সহ)

নিউজ২৪ইউএসএ.কম : নিউইয়র্কে বেলমন্ট লেক স্টেট পার্কে গত ২৩ জুলাই আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ৯৩ ইউএসএ’র বার্ষিক বনভোজন। ৯৩ ইউএসএ’র মনোমুগ্ধকর এ পুনর্মিলনীতে ওইদিন পার্কটি যেন পরিণত হয়েছিল একখন্ড বাংলাদেশে। বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে গড়ে তোলেন ‘৯৩ ইউএসএ’ নামের এ প্লাটফর্ম। ওই আয়োজনে ’৯৩ ব্যাচের ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অতিথিরা ছাড়াও আমেরিকার বিভিন্ন স্টেট থেকেও সংগঠনটির সদস্যরা স্বপরিবারে যোগ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
৯৩’র বন্ধু বান্ধব, তাদের পরিবার পরিজন ও আতœীয় স্বজন সহ দুইশতাধিক মানুষের উপস্থিতি এ মন মাতানো, জমকালো অনুষ্ঠানকে শতভাগ সার্থক ও সফল করে তোলে।
বনভোজনের অনুষ্ঠান শুরু হয়েছিল পবিত্র কুরআন তিলোয়াতের মধ্য দিয়ে। এরপর পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত। অনুষ্ঠানে ছিল বন্ধুদের ছেলে-মেয়ে, ভাবী ও বন্ধুদের আকর্ষণীয় বিভিন্ন ইভেন্ট। খেলধূলার টিম তাদের নিত্য নতুন খেলা দিয়ে মুগ্ধ করেছে সকল বন্ধু, তাদের পরিবার ও সন্তানদের। এসব ইভেন্টে বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় সব পুরষ্কার।
সাগর রেঁস্তোরার প্রসিদ্ধ ফিন্নি, সাগরভোগ মিষ্টি এবং ওই রেঁস্তোরার সুস্বাদু খাবার দিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয় পিকনিকে আগত সকলকে। ছিল খাবার টিম বন্ধু হান্নানের আমের চাটনি, ঝালমুড়ি, তরমুজ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় কন্ঠ শিল্পি ৯৩’র বন্ধু রাজীব ভট্টাচার্য ও ক্লোজআপ ওয়ান তারকা, বাংলাদেশ বেতার ও টিভির জনপ্রিয় কন্ঠ শিল্পি শেফালী সারগামের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অন্যান্য শিল্পিরাও পরিবেশন করেন তাদের অনন্য পরিবেশনা। জনপ্রিয় সব গান দিয়ে সবাইকে আনন্দ উন্মাদনায় মাতিয়ে রেখেছিল সারাটি বিকাল।
অনুষ্ঠানে নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী, মর্টগেজ ওয়ার্লড ব্যাংকারস এর লোন অরিজিনেটর, এ্যাংকর ট্রাভেলস এর সিইও, ৯৩ ইউএসএ’র বন্ধু এএসএম মাঈনউদ্দিন পিন্টুকে ৯৩ ইউএসএ এবং বাঙালী কমিউনিটিতে তার অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় এপ্রিসিয়েশন এওয়ার্ড। এছাড়া ৯৩ ইউএসএ’র বন্ধু এডমিন মোহাম্মদ মহিউদ্দিনকে গ্রুপের প্রতি তার অক্লান্ত পরিশ্রম ও অনবদ্য অবদানের জন্য সকল বন্ধুর পক্ষ থেকে এপ্রিসিয়েশন এওয়ার্ড দেয়া হয়। এডমিন প্যানেলকে তাদের ৯৩ ইউএসএ’র প্রতি কঠোর শ্রম ও অনন্য ভূমিকার জন্য সকল বন্ধুর পক্ষ হতে দেয়া হয় সার্টিফিকেট অব এপ্রিসিয়েশন।
সবশেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় রাফেল ড্র ও পুরষ্কার বিতরণী। পিকনিকের সার্বিক দায়িত্বে থাকা বন্ধু পিন্টু ও অপু এবং এডমিন প্যানেল পিকনিকের সকল টিম ও পিকনিকে আগত সকল বন্ধুকে সফল একটি পিকনিক উপহার দেয়ায় কৃতজ্ঞতা জানান। সবসময় ৯৩ ইউএসএ’র সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এদিকে, ৯৩ ইউএসএ’র বন্ধুরা বলেন, ২০২৩ এর ২৩ জুলাই ৯৩ ইউএসএ’র জন্য একটি ঐতিহাসিক দিন, আমেরিকার বুকে নব ইতিহাস সৃষ্টিকারী দিন। ৯৩ ইউএসএ’র বার্ষিক বনভোজনের এ দিনটি স্মরণকালের ইতিহাসে সেরা অনুষ্ঠানের রূপ নিয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এ ইতিহাস রচিয়তা সকল বন্ধুর প্রতি। যাদের দীর্ঘ মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ৯৩ ইউএসএ’র ২০২৩ এর বার্ষিক এ বনভোজন শতভাগ সার্থক ও সফল হয়েছে।


তারা বলেন, কি ছিল না এ পিকনিকে? ছিল বন্ধুদের একের প্রতি অপরের কৃতজ্ঞতাবোধের আদান-প্রদান, ছিল একের প্রতি অপরের অপরিসীম ভালবাসার বহিঃপ্রকাশ, ছিল সকল বন্ধুর প্রত্যেকের স্বীয় অবস্থান থেকে অনুষ্ঠানের সফল আয়োজনে শতভাগ প্রচেষ্টা। এবং পরিশেষে সার্থকতার এক অপরিমেয় পরিতৃপ্তি। বন্ধুদের স্বপরিবারে প্রাণোচ্ছ্বল উপস্থিতি ও ভিন্ন ভিন্ন ইভেন্টে তাদের প্রাণোদ্যম অংশগ্রহনের মাধ্যমে দিনব্যাপী এক অনন্য মাত্রার উৎসবমুখর পরিবেশ তৈরী হয়েছিল। যা বিশ্বব্যপী ৯৩’র বন্ধুদের মাঝে সুমহান ভ্রাতৃত্বময় বন্ধনের এক নবদিগন্ত উন্মোচনের মাধ্যমে ৯৩’র ইতিহাসে এক স্বর্ণালী দিগন্ত রচনা করেছে।

CATEGORIES
Share This