নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি বিএম বাদশাহর ইন্তেকাল, শুক্রবার বাদ জুমা উডসাইডের আহলে বায়াত মসজিদে জানাজা

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক ষ্টেট যুবদলের সহ সভাপতি প্রবাসী বাংলাদেশিদের পরিচিত মুখ বিএম বাদশাহ (৬২) হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। ৯ আগস্ট বুধবার দুপুর ২টায় কুইন্স বুলেভার্ডস্থ একটি মোটেলে তার হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
বিএম বাদশা’র দেশের বাড়ি খুলনার বাগেরহাটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত। ২৩ বছরের একটি ছেলে রয়েছে তাঁর। ম্যানহাটনে একটি গিফট শপে কাজ করতেন। উডসাইডে দীর্ঘদিন বসবাস সম্প্রতি তিনি জামাইকায় মুভ করেছিলেন। তার মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
যুক্তরাষ্ট্র বিএনপি এবং অংগসংগঠনের পক্ষে থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় বিএম বাদশাকে একজন নিষ্ঠাবান সংগঠক উল্লেখ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। ১১ আগস্ট শুক্রবার বাদ জুমা উডসাইডের আহলে বায়াত মসজিদে জানাজা শেষে নিউজার্সীর মালবরো মমুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন।