Today Is- Saturday-16 Nov 2024

নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে বাংলাদেশি আমেরিকান শাহানা হানিফ পুন:র্নিবাচিত

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : নিউইয়র্ক সিটি কাউন্সিলের নির্বাচনে শাহানা হানিফ পুন:র্নির্বাচিত হয়েছেন। নিউইয়র্কে একমাত্র বাংলাদেশি আমেরিকান শাহানা হানিফই কাউন্সিলওম্যান হয়েছেন।
৭ নভেম্বর মঙ্গলবার নির্বাচনে সিটির ৫ বরোর মধ্যে তিন বরোর ডিসট্রিক্ট অ্যাটর্নি, সিটি কাউন্সিলের ৫১টি আসন আর স্টেটের সবগুলো কাউন্টির সিভিল কোর্টের জজসহ আরো বেশ কিছু পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক সিটির ব্রুকলিন বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৯ থেকে বাংলাদেশি বংশোদ্ভুত কাউন্সিলওম্যান শাহনা হানিফ পুন:নির্বাচিত হয়েছেন। শাহানার প্রাপ্ত ভোট ১৭,৪৬১। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী আরকাউদিউজ টোমাসজেওয়াস্কি’র পেয়েছেন ২,৬২৪ ভোট।
সাধারণত ৪ বছর পরপর সিটি কাউন্সিল সদস্যদের জন্য নির্বাচন হয়। এ বছরের নির্বাচন হলো ২ বছর পর।
২০২১ সালে নির্বাচনের পর নিউইয়র্ক সিটি কাউন্সিল আসনে রিডিস্টিক্টিং হয়েছে। ফলে নতুনভাবে আঁকা হয়েছে প্রায় সবগুলো আসনের সীমানা ম্যাপ। তাই নতুন ডিস্ট্রিক্ট ম্যাপে মঙ্গলবার পুনরায় নির্বাচন হলো।
নির্বাচনে অতীতের চেয়ে এবার সাড়া-শব্দ ছিল কম, ছিল না ভোটের উত্তাপ। নির্বাচনে প্রচারণাও তেমন ছিল না। বাংলাদেশিদের খুব একটা ভোটকেন্দ্রে দেখা যায়নি।

CATEGORIES
Share This