নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক : নিউইয়র্ক সিটি বাংলাদেশী সিভিল সার্ভিস সোসাইটি (এনসিবিসিএস) এর ২০২৪-২৫ বছরের জন্য কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ৪ নভেম্বর শনিবার সন্ধায় জ্যামাইকার মতিন রেস্টুরেন্টে নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মোহাম্মদ ভূঁইয়া। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও উপদেষ্টা আজহার আলী খান, নির্বাচন কমিশনার ও উপদেষ্টা সুজাউদ্দিন মোল্লা ও উপদেষ্টা আওকাত হোসেন খান।
এর আগে ২৪ অক্টোবর জ্যামাইকার আশা হোমকেয়ার মিলনায়তনে অনুষ্ঠিত সোসাইটির সাধারণ সভায় নির্বাচনের তারিখ ও তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।
ডা. নাফিসুর রহমানকে সভাপতি ও মো: হেলাল আলম টিটুকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ হলেন, উর্ধতন সহ সভাপতি- মাহবুব কবির, সহ সভাপতি- ডা. রেজাউল কবির, যুগ্ম সম্পাদক- মো: শানু, সাংগঠনিক সম্পাদক- সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক- আরিফ আহমেদ অর্ণব, সাহিত্য ও গণমাধ্যম সম্পাদক- মনজুর কাদের, অর্থ সম্পাদক- মো: শফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক- সাইদা টি হাবিব, শিক্ষা সম্পাদক- সেলিনা শারমিন, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক- সাইফ খান, এবং নির্বাহী সদস্য আশরাফুজ্জামান, একেএম শামশুজ্জামান, রফিকুল ইসলাম, আনোয়ার পারভেজ ও ফাতেমা খান। বর্তমান সভাপতি মোহাম্মদ মজুমদার, উর্ধতন সহ সভাপতি রীনা সাহাকে উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
আগামী ২ ডিসেম্বর শনিবার সন্ধে ছটায় নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, বার্ষিক নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
নিউইয়র্ক সিটি, স্টেট ও ফেডারেলে কর্মরত সকল সিভিল সার্ভিস কর্মকর্তাকে সপরিবারে যোগদানের সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।