Today Is- Sunday-06 Apr 2025

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের দুর্নীতি মামলা স্থায়ীভাবে খারিজ

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে আনা ফেডারেল দুর্নীতি মামলাটি স্থায়ীভাবে খারিজ হয়ে গেল। ফেডারেল জজ ডেল হো গত ২ এপ্রিল বুধবার মামলাটি “উইথ প্রিজুডিস” (স্থায়ী বাতিল) ঘোষণা করেন, যার অর্থ অ্যাডামসকে একই অভিযোগে ভবিষ্যতে আর কখনও অভিযুক্ত করা যাবে না। এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘ ৮ মাসের আইনি অনিশ্চয়তার অবসান হয়েছে ডেমোক্র্যাট মেয়র এরিক অ্যাডামসের জন্য। তিনি ২০২৫ সালে মেয়র নির্বাচনে দ্বিতীয় মেয়াদে লড়বার প্রস্তুতি নিচ্ছেন।

গত সেপ্টেম্বরে এরিক অ্যাডামসের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়: ঘুষ, ষড়যন্ত্র, এবং প্রচারণা অর্থায়নে অনিয়ম। অভিযোগে বলা হয়, তুরস্কের একজন সরকারি কর্মকর্তা সহ বিদেশি ধনকুবের ও কর্পোরেশনগুলোর কাছ থেকে অবৈধ অনুদান নিয়েছেন অ্যাডামস। বিনিময়ে রাজনৈতিক সুবিধা দিয়েছেন। মানহাটনে তুরস্কের কনস্যুলেট ভবনের জন্য ফায়ার সেফটি নীতিমালা উপেক্ষা করতে ফায়ার ডিপার্টমেন্টের ওপর চাপ প্রয়োগ, এক লাখ ডলারের বেশি ব্যয় সম্বলিত বিলাসবহুল ভ্রমণ উপহার না জানানো, এবং “স্ট্রো ডোনার” (নামভিত্তিক অনুদানকারী) ব্যবহার করে ১০ মিলিয়ন সরকারি ম্যাচিং ফান্ড আদায়ের অভিযোগ ছিলো মামলায়।
বিচারক হো ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে)-এর মামলা প্রত্যাহারের অনুরোধ মেনে নিলেও তাদের যুক্তিতে কঠোর ভাষায় প্রশ্ন তোলেন। ডিওজে দাবি করেছিলো, মামলাটি জাতীয় নিরাপত্তা (ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে এরিক অ্যাডামসের সহযোগিতা নিশ্চিত করতে) এবং দুর্বল প্রমাণের কারণে বাতিল করা প্রয়োজন। তবে বিচারক এই যুক্তিকে “অসঙ্গত” আখ্যা দিয়ে বলেন, “ডিওজে যদি সত্যিই মনে করে মামলাটি দুর্বল, তাহলে একে ভবিষ্যতের জন্য ঝুলিয়ে রাখার যুক্তি কী?” তিনি আরও উল্লেখ করেন, মামলা চলমান রাখলে অ্যাডামসের উপর “রাজনৈতিক তরবারি” ঝুলে থাকত, যা তার প্রশাসনিক কাজে বিঘœ ঘটাত।
মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত ডিওজে এবং সিটি হল উভয় ক্ষেত্রে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করে। সাউদার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত ইউএস অ্যাটর্নি ড্যানিয়েল সাসুন অভিযোগ করেন, মামলা বাতিলের পেছনে “কুইড প্রো কো” (অর্থাৎ, অভিবাসন নীতিতে সহযোগিতার বিনিময়ে মামলা প্রত্যাহার) থাকতে পারে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সাসুনসহ ডিওজে’র বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেন। একইভাবে, নিউইয়র্ক সিটির চারজন ডেপুটি মেয়রও ইস্তফা দেন এবং অ্যাডামসের বিরুদ্ধে পদত্যাগের দাবি ওঠে।
গভর্নর ক্যাথি হোচুল এরিক অ্যাডামসকে সরানোর পরিবর্তে তার ক্ষমতা সীমিত করেন।
মামলা থেকে মুক্তি পেয়ে এরিক অ্যাডামসের আইনজীবী অ্যালেক্স স্পিরো বলেছেন, “এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যে প্ররোচিত ছিল। মেয়র সর্বদা নির্দোষ ছিলেন। আজ ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।”

CATEGORIES
Share This